Published : 14 May 2025, 05:14 PM
তিনশ পর্ব পার করতে চলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে এ সময়ের প্রেক্ষাপটে নির্মিত ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’।
এক ঝাঁক অভিনয়শিল্পীকে নিয়ে গেল বছরের ১৮ মে থেকে দীপ্ত টিভিতে প্রচার শুরু হয়েছিল নাটকটির।
বিজ্ঞপ্তিতে দীপ্ত টিভি জানিয়েছে, বুধবার রাত সাড়ে ৯টায় দীপ্ত টিভির পর্দায় প্রচার হবে নাটকের ৩০০তম পর্ব।
'দেনা পাওনার' গল্প এগিয়েছে দুই তরুণ তরুণী ইরফান ও পারমিতার জীবনের নানা ঘটনা নিয়ে। যেখানে পারমিতাকে এক সমস্যার মুখোমুখি হতে হয়। তা হল পাঁচ কোটি টাকার দেনা শোধ করতে না পারলে ভালোবাসার মানুষ, সংসার ও বাবার সম্মান সব হারাতে হবে পারমিতাকে।
বারবার কাঙ্ক্ষিত লক্ষ্যের খুব কাছে থেকে ফিরে আসতে হয়েছে তাকে। মেয়েটি জড়িয়ে পড়েন নিজের ও ইরফানের পরিবারের নানান জটিলতায়।
পারমিতা তার বাবার ঋণ শোধ করতে পারবে কি না সেই গল্প নিয়েই আগাচ্ছে ধারাবাহিকটি।
শত পর্ব পেরিয়েছে 'দেনা পাওনা'
দীপ্ত টিভিতে নতুন ধারাবাহিক 'দেনা পাওনা'
'দেনা পাওনা’ নাটকের চিত্রনাট্য তৈরি করেছেন আফিফা মোহসিনা অরণি; সংলাপ লিখেছেন কলিন রড্রিক।
আশিস রায়ের পরিচালনায় ধারাবাহিক নাটকটির গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আজিজুল হাকিম, রোজী সিদ্দিকি, নাজনীন হাসান চুমকি, মনির আহম্মেদ শাকিল, তনুশ্রী কারকুন, তনয় বিশ্বাস, কাজী কানিজ, ফাহিম মালেক ইভান, শিবলী নওমান, তিশা চৌধুরী, মেহেদি হাসান, শাওন দাস, ইভাসহ আরো অনেকে।
ধারাবাহিকটির লাইন প্রডিউসার হিসেবে আছেন জাহিদুল ইসলাম জাহিদ।
প্রতি সপ্তাহের শনি থেকে বৃহস্পতিবার টানা ছয়দিন দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে এই নাটকটি।
এছাড়া দীপ্ত প্লে ও দীপ্ত ইউটিউব চ্যানেলেও ‘দেনা পাওনা’ দেখা যাচ্ছে।