Published : 25 Aug 2023, 09:39 PM
চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদের মাটিতে নেমে ভারতের ১৪০ কোটি মানুষের স্বপ্ন বাস্তবায়ন করেছে, দেশটিকে নিয়ে গেছে অভিজাত ‘মহাকাশ ক্লাবে’।
এই সফল অবতরণের পর গোটা দেশ উচ্ছ্বাসে ভেসেছে। শোনা গেল ইসরোর এই অসাধ্য সাধনকে এবার পর্দায় তুলে আনতে চাইছেন চিত্র পরিচালকরা।
হিন্দুস্তান টাইমস বলেছে, চন্দ্রযান-৩ এর সফল অবতরণের পর ২৪ ঘণ্টা না কাটতেই এর সাফল্যের অনুপ্রেরণায় সিনেমা তৈরির জন্য একাধিক প্রযোজক প্রোডিউসারস গিল্ড অব ইন্ডিয়া, ইমপ্পা, আইএফটিপিসির অফিসে ভিড় জমিয়েছেন।
ইমপ্পার একজন কর্মী জানান, একাধিক প্রযোজক এবং প্রোডাকশন হাউজ তাদের সিনেমার নাম নথিভুক্ত করতে এসেছে। এর মধ্যে আছে ‘চন্দ্রযান-৩’, ‘মিশন চন্দ্রযান-৩’, ‘চন্দ্রযান-৩: দ্য মুন মিশন’, ‘বিক্রম ল্যান্ডার’, ‘ভারত চাঁদ পর’ ইত্যাদি।
“তবে এত নামের মধ্যে নামমাত্র কয়েকটিকেই অনুমতি দেওয়া হবে। আগামী সপ্তাহে আবেদনগুলো খতিয়ে দেখব।”
বুধবার চন্দ্রযান-৩ চাঁদের মাটিতে অবতরণের পর আর সবার মতো এই আনন্দে সামিল হয়েছেন ভারতীয় তারকারাও।
ভারতের জাতীয় পতাকাসহ বিক্রম ল্যান্ড রোভারের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে সুপারস্টার শাহরুখ লেখেন, “চাঁদ-তারা হাতের মুঠোয় থাকবে, পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ব আমরা। আজ ভারত এবং ইসরো বাজিমাত করে ফেলেছে। সকল বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন, গোটা টিমকে শুভেচ্ছা, যাদের জন্য আজ গর্বের আসনে বসেছে ভারত।”
দক্ষিণের মহাতারকা রজনীকান্তও নিজেকে গর্বীত ভারতীয় নাগরিক দাবি করে টুইটে উচ্ছ্বাস প্রকাশ করছেন। অভিনেতা লিখেছেন, “আমেরিকা, রাশিয়া বা চীনের মতো শক্তিশালী দেশকে পেছনে ফেলে ভারত এই অভূতপূর্ব সাফল্যের মাধ্যমে বিশ্বকে চমকে দিয়েছে। প্রথমবার চাঁদের মাটিতে চন্দ্রযান-৩ পা রেখে গোটা দেশবাসীকে গর্বিত করেছে। প্রাণঢালা শুভেচ্ছা রইল গোটা ইসরোর টিমকে।”
While superpowers like the US, Russia, and China watch in agast amazement, India stuns the world with this humongous achievement.
— Rajinikanth (@rajinikanth) August 23, 2023
For the first time ever, our nation stamps it’s proud identity by landing #Chandrayaan3 on the south pole of the moon!
My heartfelt congratulations…
এছাড়াও সালমান খান, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাডুকোন, সানি দেওল, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, কিয়ারা আদবানিসহ আরো অনেক তারকাও যুক্ত হয়েছেন দেশের সাফল্যের এই উচ্ছ্বাসে।