Published : 11 Feb 2024, 04:02 PM
জনপ্রিয় মার্কিন গায়ক ও গীতিকার জিমি বাফেট ৭৬ বছর বয়সে মারা গেছেন।
তার অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, “শুক্রবার রাতে পরিবার, বন্ধু, প্রিয় কুকুরের পাশে শান্তিপূর্ণভাবে মারা যান তিনি।”
বিবৃতি থেকে আরও জানা গেছে, চার বছর আগে স্কিন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন বাফেট।
১৯৪৬ সালে মিসিসিপির পাস্কাগৌলাতে জন্মগ্রহণ করেন এ গায়ক। তার প্রথম অ্যালবাম ‘ডাউন টু আর্থ’ ১৯৭৪ সালে প্রকাশিত হয়েছিল। অ্যালবামটি বাণিজ্যিকভাবে সফল হলে একজন জনপ্রিয় গায়ক-গীতিকার হিসেবে তার কর্মজীবন শুরু হয়।
বাফেট ‘মার্গারিটাভিল’, ‘চিজবার্গার ইন প্যারাডাইস’ এবং ‘ভলকানো’র মতো কালজয়ী বেশ কিছু গান গেয়েছেন। কিংবদন্তী এ গায়ক গ্র্যামি পুরস্কার, লাইফটাইম অ্যাচিভমেন্টসহ অসংখ্য পুরস্কার জিতেছেন। সংবাদ সূত্র: বিবিসি
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)