Published : 21 Apr 2023, 01:10 PM
গোয়েন্দা গল্প ‘মিতিন মাসি’র সিক্যুয়েল নিয়ে দুবছর পর পর্দায় ফিরছেন পশ্চিমবঙ্গের কলকাতার অভিনেত্রী কোয়েল মল্লিক।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সিক্যুয়েলে নাম ‘জঙ্গলে মিতিন মাসি’। প্রয়াত লেখক সুচিত্রা ভট্টাচার্যের গল্প থেকে সিনেমাটি পর্দায় আনছেন নির্মিতা অরিন্দম শীল। এরইমধ্যে এর একটি মোশন পোস্টার প্রকাশ হয়েছে।
সাধারণত ‘নারী গোয়েন্দা’র সঙ্গে দর্শকরা পরিচিত নন। গোয়েন্দা শব্দটি ভাবতে গেলেই কল্পনায় একজন বিচক্ষণ পুরুষের চিত্র ভেসে ওঠে।ওই ধারণার বাইরে গিয়ে নির্মাতা অরিন্দম শীল ২০১৯ সালে ‘মিতিন মাসি’ নিয়ে সিনেমা বানান।
যেখানে গৃহিনী কোয়েলকে প্রাইভেট ডিটেকটিভ প্রজ্ঞা পারমিতার ভূমিকায় দেখা গিয়েছিল । যিনি তার তীক্ষ্ণ বুদ্ধি ও পর্যবেক্ষণ ক্ষমতা কাজে লাগিয়ে রহস্য সমাধানে পারদর্শী।
প্রথম কিস্তিতে এক ফরাসি দম্পতির আট বছরের ছেলের অপহরণের ঘটনার তদন্তের দায়িত্ব দিয়েছিলেন কোয়েল। ‘মিতিন মাসি’ হয়ে দারুণ প্রশংসা কুড়িয়েছিলেন কোয়েল। দর্শকদেরও প্রত্যাশা ছিল এর দ্বিতীয় কিস্তির।
সিনেমায় নারী শক্তির ‘জয়’কে তুলে ধরা হয়েছিল বলে জানিয়েছেন অরিন্দম শীল।
তিনি বলেন, “এবারেও দুর্দান্ত কিছু তৈরি করতে চাই। দর্শকদের আকৃষ্ট করতে যা যা দরকার করা হবে। ইতোমধ্যে অনেকগুলি ওটিটি প্লাটফর্ম সিনেমাটি নিয়ে আগ্রহ প্রকাশ করেছে।”
শিগগিরই সিনেমার শুটিং শুরু হতে চলেছে জানিয়ে শীল বলেছেন, চলতি বছরে দুর্গাপূজায় সিনেমা মুক্তির পরিকল্পনা ধরে তিনি এগোচ্ছেন।
কোয়েলকে ২০২১ সালে শেষ দেখা গিয়েছিল পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘বনি’ সিনেমায়।