Published : 28 Sep 2024, 01:05 PM
নিরাপত্তা রক্ষীর পোশাক পরা ভারতীয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর কোলে দুই পা তুলে দেওয়া রজতাভ দত্তর একটি ছবি ভাইরাল হলে ক্ষেপেছেন অনেকে। রেগে থাকা সেইসব মানুষদের রজতাভ বলেছেন, ‘শাস্ত্রী’ সিনেমার এই দৃশ্যের শুটিংয়ের পর মিঠুনকে প্রণাম করে মাফ চেয়ে নিয়েছেন তিনি।
আনন্দবাজার লিখেছে, সম্প্রতি প্রকাশ হয়েছে ‘শাস্ত্রী’ সিনেমার ট্রেইলার। তাতে এমন দৃশ্য এসেছে। দুর্গাপূজায় মুক্তি পেতে চলা এই সিনেমায় মিঠুনের বিপরীতে তখলচরিত্রে অভিনয় করেছেন রজতাভ দত্ত।আরো আছেন দেবশ্রী রায় এবং সোহম চক্রবর্তী।
সিনেমাটি পরিচালনা করেছে পথীকৃৎ বসু; অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও আছেন সোহম। চিত্রনাট্য লিখছেন অর্ণব ভৌমিক এবং অরিত্র বন্দ্যোপাধ্যায়।
রজতাভ বলেছেন, মিঠুনের কোলে পা তুলে দেওয়ার দৃশ্যে দৃশ্যে অভিনয় করতে গিয়ে তিনি ‘কুণ্ঠাবোধ’ করেছিলেন।
“একটু অস্বস্তি হয়েছিল বইকি! কিন্তু চিত্রনাট্যে এমনই ছিল। মিঠুনদাকে সেটা জানাতেই বললেন, ‘আরে, চল তো, শট দে’। আসলে বাণিজ্যিক সিনেমায় দর্শকের মন জয় করার জন্য কিছু ফর্মুলা মানা হয়। ওই দৃশ্যের পর মিঠুনদার পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলাম। পরে যখন মিুঠুনদা আমার কাঁধে পা তুলে দিচ্ছেন এমন দৃশ্য আসবে, সেখানে সবচেয়ে বেশি হাততালি পড়বে প্রেক্ষাগৃহে।”
কলকাতায় বাণিজ্যিক ধারার বাংলা সিনেমায় নায়ক চরিত্রে মিঠুন এবং খল রূপে রজতাভ হলেন দর্শকদের কাছে জনপ্রিয় জুটি। এই দুই অভিনেতার একসঙ্গে প্রথম কাজ ব্রাত্য বসু পরিচালিত ‘রাস্তা’ সিনেমায়।
আর নায়ক-খল জুটিতে পর্দায় আসা ‘বারুদ’ সিনেমা দিয়ে।
রজতাভর কথায়, “আমি তখন নবাগত। প্রথম খল চরিত্র। আমার ধারণা, আমাকে নির্বাচনের নেপথ্যে মিঠুনদার বড় অবদান ছিল।
‘শাস্ত্রী’ নিয়ে মিঠুন বলেন, “সমাজের সব স্তরের মানুষ নিজেকে এই সিনেমায় খুঁজে পাবে। সিনেমায় দেখা যাবে কেউ লটারিতে ম্যাজিক খুঁজছে, কেউ জ্যোতিষে, কেউ আংটিতে।”
বছরখানেক ধরে কলকাতার বাংলা সিনেমায় ফের আগ্রহী হয়েছেন মিঠুন। কিছুদিন আগে বলেছিলেন, এখন তিনি ভিন্নধর্মী গল্পে কাজ করতে চান। বিশেষ করে হাস্যরসের চিত্রনাট্যকে ইদানিং গুরুত্ব দিচ্ছেন তিনি।