Published : 31 Aug 2024, 09:16 PM
গল্প-উপন্যাসের বাইরে এবার নিজের জীবনের নানা কথা, আলাপ আর ঘটনা নিয়ে আত্মজীবনী লিখলেন জনপ্রিয় অভিনেতা আবুল হায়াত।
এক দশক ধরে লেখা তার এ বইয়ের নাম দিয়েছেন ‘রবি পথ’; সেপ্টেম্বরে তার জন্মদিন ঘিরে বইটির সব কাজ শেষ করেছেন।
গ্লিটজকে তিনি বলেন, “জীবনের প্রায় আশি বছর কেটে গেল। সময়টা তো অনেক দীর্ঘ, এই আশি বছরের জীবনের পথচলার বিভিন্ন বিষয় নিয়ে লিখেছি এই বইয়ে।
“দশ বছর ধরে বিভিন্ন কথা টুকে রেখেছি, একটু একটু করে লিখেছি। একবারে সব কিছুই তো বলা সম্ভব হয়নি, যতটুকু পাঠক দেখতে চাইবে, যতটুকু জানানো যায়। দশ বছর ধরে লেখা হয়েছে আমার জীবনের নানা কথা। যেসব গল্প পাঠকের আগ্রহ তৈরি করতে পারে। পাঠকের ভালো লাগবে সেই কথাগুলো দিয়েই লেখা এই বই।”
এ অভিনেতাকে সবাই আবুল হায়াত নামে চিনলেও তার ডাক নাম রবি। ডাক নামেই নিজের আত্মজীবনীর নাম দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
“বাবা এই নামে ডাকতেন। যেহেতু আমার জীবনের পথচলার গল্প, তাই এই বইয়ের নাম দিলাম 'রবি পথ'। বইয়ের প্রচ্ছদ করছেন বিপাশা হায়াত। প্রকাশনা সংস্থা আবার আমার ছোট মেয়ের বান্ধবীর।”
আবুল হায়াত বলেন, “এই বইটা কোনো গল্প বা উপন্যাস নয়। পাঠকের যদি আমার বিষয়ে কোনো আগ্রহ থাকে, তাদের সেই আগ্রহটা পূরণ করবে এতটুকু আশা করছি। আমি তো খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি নই যে আমার আত্মজীবনী মানুষের পড়তেই হবে। নিজের উৎসাহ বোধ থেকেই লিখলাম। আমার জীবনের ঘটনা যদি কেউ জানতে চায়, আমার ব্যাপারে জানতে চায়, তাদের এই বইটি ভালো লাগবে।”
জন্মদিন ঘিরে আত্মজীবনী আত্মজীবনী লেখা শেষ করলেও এদিন প্রকাশ করা নিয়ে সংশয় রয়েছে তার।
গ্লিটজকে তিনি বলেন, “এই ৭ তারিখে (সেপ্টেম্বর) প্রকাশ করতে হয়ত পারব না। করলে বেশি তাড়াহুড়ো হয়ে যাবে, তবে এই সেপ্টেম্বরেই আশা করছি আমরা বইটি পাঠককে উপহার দিতে পারব।”
নির্মাতা ও অভিনেতা আবুল হায়াতের জন্ম ১৯৪৪ সালের ৭ সেপ্টেম্বর। ১৯৬৯ সাল থেকে টিভি নাটকে অভিনয় করছেন তিনি।
দীর্ঘ ক্যারিয়ারে নাটকের পাশাপাশি ‘অজ্ঞাতনামা’, ‘আগুনের পরশমণি’, ‘জয়যাত্রা’, ‘গহীনে শব্দ’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০০৭ সালে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
আবুল হায়াতের প্রথম বই 'আপ্লুত মরু' প্রকাশিত হয় ১৯৯১ সালে। তারপর থেকে ধারাবাহিকভাবে তিনি বই লিখে যাচ্ছেন। প্রতি বছর বইমেলায় তার বই থাকে।
২০২৩ সালে প্রকাশিত হয়েছে 'রঞ্জিত গোধূলি'। 'স্বপ্নের বৃষ্টি', 'দুটি মঞ্চনাটক', 'এসো নীপবনে', 'জীবন খাতার ফুট নোট', 'ঢাকামি', 'পলাতক', 'নির্বাচিত গল্প', 'চোখ গেল পাখি', 'শোধ', 'নির্ঝর সন্নিকট', 'জল ডোবা', 'আষাঢ়ে', 'টাইম ব্যাংক' ও 'অপমান' সহ অনেক বই লিখেছেন তিনি।