Published : 05 Nov 2023, 10:32 AM
ভারতের দক্ষিণী সিনেমার তারকা কমল হাসান ফের শোরগোল তুলেছেন ‘ইন্ডিয়ান ২’ সিনেমার ট্রেইলার প্রকাশ করে।
তামিল সিনেমাটির প্রথম কিস্তি মুক্তি পায় ১৯৯৬ সালে।এরপর কমল হাসান নিজে চেয়েছিলেন এই সিনেমার দ্বিতীয় পর্ব করতে। অভিনেতার এই ইচ্ছা পূরণে সময় লাগল আড়াই দশকের বেশি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ট্রেইলার প্রকাশের পর শোরগোলের কারণ কমল হাসানের লুক।
ভিডিওতে দেখা যাচ্ছে ধূসর চুল, গোঁফওয়ালা কমল ফোনে কাউকে বলছেন, "যেখানে যাওয়া প্রয়োজন সেখানে আমি যাব, হিন্দুস্থানের মৃত্যু হবে না।” এরপরে হেলিকপ্টার উড়ে যাওয়ার একটি দৃশ্য।
দুই মিনিটের কম সময়ের ওই ট্রেইলারের ক্যাপশনে বলা হয়েছে, ‘নমস্কার ইন্ডিয়া। ইন্ডিয়ান ইজ ব্যাক’।
ট্রেইলার দেখিয়েছে সরকারি কর্মচারীদের দুর্নীতির কিছু চিত্র। একজন সরকারি কর্মকর্তা গুরুত্বপূর্ণ একটি ফাইল ছাড়তে সাড়ে ছয় লাখের বদলে ঘুষ চান আট লাখ টাকা। আরেক কর্মকর্তা ঘুষের টাকা না পেয়ে কাজে এতটাই ঢিলেমি করেন যে ঠিকাদারের চুক্তি বাতিল করে হয়ে যায়। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের অন্যায় অবিচারের টুকরো টুকরো দৃশ্য তুলে ধরা হয়েছে ট্রেইলারে।
২০১৯ সালে 'ইন্ডিয়ান ২'র শ্যুটিং শুরু হলেও এরপরে কাজ বন্ধ হয়ে যায় ২০২০ সালের কোভিড মহামারীতে। এছাড়া শুটিংয়ের সময় চেন্নাইয়ের একটি স্টুডিওতে ক্রেন ভেঙে পড়ে মৃত্যু হয় সহকারী পরিচালক কৃষ্ণসহ তিনজনের, আহত হয়েছিলেন অন্তত ১০ জন। ওই দুর্ঘটনার জন্যে শুটিং বন্ধ ছিল অনেকদিন।
‘ইন্ডিয়ান ২’ এর ট্রেইলার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দক্ষিণী সিনেমার মহাতারকা রজনীকান্তও।
Vanakkam India ???????? INDIAN IS BACK ????
— Rajinikanth (@rajinikanth) November 3, 2023
Presenting INDIAN-2 AN INTRO ???????? https://t.co/GmyX0mfMd8#Indian2 ???????? Ulaganayagan @ikamalhaasan @shankarshanmugh @anirudhofficial @dop_ravivarman @sreekar_prasad @muthurajthangvl @jeyamohanwriter @KabilanVai @Lakshmi10246013 @LycaProductions…
ইন্ডিয়ান ২’ তে কমলের সঙ্গে অভিনয় করেছেন রাকুল প্রীত সিং, কাজল আগারওয়ালসহ আরও অনেকে।
সিনেমাটটি পরিচালনা করেছেন এস শংকর, চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজে। সিনেমার সংগীত পরিচালনা করেছে অনিরুদ্ধ রবিচন্দ্র।
আড়াইশ কোটি রূপি বাজেটের ‘ইন্ডিয়ান ২’ তিন বছর পিছিয়ে মুক্তি পাচ্ছে আগামী বছর।