Published : 26 May 2025, 03:18 PM
জাতীয় কবি কাজী নজরুলের গান নিয়ে কনসার্টের আয়োজন করা হয়েছে ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে; সেখানে নজরুলের উদ্দীপনামূলক কিছু গান কণ্ঠে তুলে নেবেন সোলস, ওয়ারফেজ, দলছুটসহ দেশের ১০টি ব্যান্ডের শিল্পীরা।
শনিবার বিকেল ৫টায় শুরু হবে ‘নজরুল কনসার্ট ২০২৫’, চলবে রাত ১০টা পর্যন্ত। বিনামূল্যে কনসার্ট উপভোগ করা যাবে।
নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই কনসার্টের তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “চব্বিশের গণঅভ্যুথানে নজরুল গান, কবিতা আমাদের অনুপ্রাণিত করেছে। বিভিন্ন আন্দোলন সংগ্রামে নজরুল আমাদের সাহস যুগিয়েছেন। এই কনসার্টের মধ্যদিয়ে নজরুলকে স্মরণ করা হবে।
নজরুলের সাহিত্য সম্ভারের সঙ্গে তরুণদের আরো সম্পৃক্ত করার পরিকল্পনা থেকে এই আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন শিবলী।
তিনি বলেন, “চব্বিশের অভ্যুথান তরুণরা নেতৃত্ব দিয়েছে, আর রক বা ব্যান্ড মিউজিক তরুণদের মাঝেই বেশি চর্চিত হয়। ফলে নজরুলের গানকে এই সময়ের তরুণদের মাঝে কিভাবে আরো বেশি ছড়িয়ে দেওয়া যায়, সেই ভাবনা থেকেই আমরা নজরুলের উদ্দীপনামূলক গানগুলো নিয়ে অ্যালবাম প্রকাশের উদ্যোগ নিয়েছি। তারই অংশ হিসেবে এই নজরুল কনসার্ট।”
নজরুল ইন্সটিটিউট জানিয়েছে, রক মিউজিকের সঙ্গে নজরুলের গান গাইতে এক মঞ্চে দেশের ১০টি ব্যান্ড থাকবে। তাদের মধ্যে আছে- সোলস, ওয়ারফেজ, দলছুট, আর্ক, শিরোনামহীন, মিজান অ্যান্ড ব্রাদার্স, ডিফরেন্ট টাচ, ব্ল্যাক, রেবেল, এফ মাইনর।
কনসার্টটি প্রথমে শুক্রবার আয়োজন করার পরিকল্পনা হয়েছিল। পরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর প্রতি শ্রদ্ধা জানিয়ে কনসার্টের সময় এক দিন পেছানো হয়।
কনসার্টে গানের পাশাপাশি নজরুলের কবিতা থেকে আবৃত্তি পরিবেশনা এবং অ্যালবাম প্রকাশও করা হবে।