Published : 19 May 2025, 02:27 PM
চার বছরের সংগীতচর্চার পর হঠাৎ করেই সব কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে ব্যান্ড ‘কাকতাল’।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শনিবার একটি কনসার্ট শেষ করার পর নিজেদের ফেইসবুক পেইজে ব্যান্ডটি জানিয়েছে, গান নিয়ে আর সামনে এগিয়ে যেতে চাইছে না।
কারণ হিসেবে ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়, গান তৈরির যে মানসিক শান্তি খোঁজার উদ্দেশে তারা যাত্রা শুরু করেছিল, তা সেটির হদিস মিলছে না।
বরং ব্যান্ড চালানোটাই হয়ে উঠছে ‘এক ধরনের মানসিক চাপ’। এই চাপ থেকে মুক্তি পেতেই তারা আপাতত থেমে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ফেইসবুক পোস্টে ‘কাকতাল’ লিখেছে, “যে শান্তির খোঁজে এই যাত্রা শুরু হয়েছিল, সেটিই এখন হারিয়ে যেতে বসেছে। তাই এখন এই পথচলার ইতি টানার সময় এসেছে। আমরা সবাই যেন নিজ নিজ জীবনে সেই শান্তিটুকু খুঁজে পাই।”
ব্যান্ডের লিড ভোকালিস্ট আসিফ ইকবাল অন্তু এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন ব্যান্ডের ম্যানেজার জাবেদ আহমেদ।
তিনি বলেন, “অন্তু ভাই পোস্ট দিয়েছে। আমাদের শুধু জানিয়েছেন যে আমরা আর শো করছি না। এখনো এটা নিয়ে আলোচনায় বসা হয়নি। হঠাৎ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এই সিদ্ধান্ত চূড়ান্ত কি না জানতে চাইলে তিনি বলেন, “ব্যান্ডের সব সিদ্ধান্ত মূলত অন্তু ভাই নেন। কেন তিনি মনে করলেন সামনে আর এগোনো সম্ভব নয়, তা আমরা এখনো জানি না। তার মেন্টালি একটা ব্রেক দরকার। শান্তি ফিরে পেলে হয়ত সিদ্ধান্ত বদলাতেও পারেন।”
২০২১ সালে যাত্রা শুরু করা ‘কাকতাল’ এ পর্যন্ত ছয়টি অ্যালবাম প্রকাশ করেছে। ‘আবার দেখা হবে’, ‘গোলকধাঁধা’, ‘সোডিয়াম’সহ বেশ কিছু গান দিয়ে তরুণদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করে ব্যান্ডটি।
বর্তমানে ব্যান্ডটির সদস্যরা হলেন আসিফ ইকবাল অন্তু (ভোকাল, গিটার, গান রচয়িতা), নাজেম আনোয়ার (বাঁশি), অ্যালেক্স জোভেন (ড্রামস ও পারকাশন), সৌম্য অনিন্দ্য ঋদ্ধ (বেইজ গিটার) ও অন্তর (কি–বোর্ড)।