Published : 13 Apr 2025, 10:52 AM
প্রতিবারের মত এবারও পহেলা বৈশাখ উপলক্ষে নির্মাণ করা হয়েছে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান বৈশাখের ‘পাঁচ ফোড়ন’।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে দেখা যাবে দেশের নাটক সঙ্গীত অঙ্গনের শিল্পীদের পরিবেশনা।
‘পাঁচ ফোড়ন’ বানিয়েছে ফাগুন অডিও ভিশন। বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে এই অনুষ্ঠানটি সোমবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে।
বৈশাখী ‘পাঁচ ফোড়নের’ এবারের পর্বে দেখা যাবে পহেলা বৈশাখের দিনে এক দম্পতি বাংলা নববর্ষ নিয়ে তাদের স্মৃতির ঝাঁপি খুলে বসেছেন। এই স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন তারকা দম্পতি বিজরী বরকতউল্লাহ ও ইন্তেখাব দিনার।
তাদের কথোপকথনের ফাঁকে গান, নাটক ও বিভিন্ন বিষয়ের ওপর প্রতিবেদন দেখানো হবে।
অনুষ্ঠানে ‘নবীনের ডাক এসো’ শিরোনামে একটি গান গেয়েছেন সংগীতশিল্পী রবি চৌধুরী। গানটির কথা লিখেছেন গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান।
‘পঞ্জিকাটা বদলে গেল’ শিরোনামের আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী পান্থ কানাই; গানের কথা লিখেছেন গীতিকবি লিটন অধিকারী রিন্টু।
দুইটি গানেরই সুর ও সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ।
এছাড়া গাছের পাতা দিয়ে গানের সুর তুলে শোনাবেন মোশাররফ হোসেন।
এবারও বৈশাখ নির্ভর কয়েকটি ঘটনা নিয়ে হাসির ও ব্যাঙ্গাত্মক নাটিকা দেখা যাবে এই অনুষ্ঠানে।
এতে অভিনয় করেছেন সুভাশিষ ভৌমিক, আব্দুল আজিজ, মোহাম্মদ বারী, শাহেদ আলী, কাজী আসাদ, সুজাত শিমুল, আনোয়ার শাহী, আনোয়ারুল আলম সজল, নজরুল ইসলাম, সুবর্ণা মজুমদার, জাহিদ শিকদারসহ আরও অনেকেই।