Published : 25 May 2025, 09:37 AM
দক্ষিণ ফ্রান্সে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে কান চলচ্চিত্র উৎসবের শেষ দিনের প্রদর্শনী ব্যাহত হয়েছে। এই বিপর্যয়কে নাশকতা বলে সন্দেহ করা হচ্ছে।
বিবিসি লিখেছে, শনিবার ভোরে কান শহর ও তার পাশের এলাকায় প্রায় এক লাখ ৬০ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে। বিকাল নাগাদ বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়।
কর্তৃপক্ষের ভাষ্য, একটি বিদ্যুৎ সাবস্টেশনে আগুন দেওয়া হয়েছিল এবং অন্য একটি স্থানে বিদ্যুতের খুঁটির ক্ষতিসাধন করা হয়।
বিকল্প বিদ্যুৎ সরবরাহ থাকায় সমাপনী অনুষ্ঠান নির্ধারিত সময়েই আয়োজন করতে পারার কথা বলেছেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজকরা।
কৌঁসুলিরা বলছেন, শনিবার ভোরে ট্যানারন গ্রামের একটি সাবস্টেশন অগ্নিসংযোগের শিকার হয়। এরপর স্থানীয় সময় সকাল ১০টার দিকে ভিলেনিউভ-লুবেট শহরের কাছে একটি বিদ্যুতের খুঁটি কেটে ফেলা হলে দ্বিতীয় দফায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়।
ফ্রান্সের বিদ্যুৎ সঞ্চালন কোম্পানি আরটিই এর বরাতে সিএনএন লিখেছে, স্থানীয় সময় সকাল ১০টার দিকে আল্প-মেরিটাইম অঞ্চলে বিদ্যুৎ চলে যায়। স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টা নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।
বিবিসি লিখেছে, এ পরিস্থিতিতে কান শহরের দোকান ও রেস্তোরাঁ পরিচালনায় ব্যাঘাত ঘটে।
কানের জামিন রেস্তোরাঁর মালিক লরাঁ আবুক্রাত বলেন, “আর এক ঘণ্টা পরই আমি সব খাবার ফেলে দেব।”
তিনি জানান, তার রেফ্রিজারেটর সকাল থেকেই বন্ধ ছিল।
অস্ট্রেলিয়ান প্রযোজক ড্যারেন ভুকাসিনোভিচ রয়টার্সকে বলেন, “কান পুরোপুরি অচল হয়ে পড়েছে, কফি পাওয়া যাচ্ছে না, খোয়াছোও (খাবার) শেষ হয়ে গেছে- একেবারে বিপর্যয়কর অবস্থা।”
ফরাসি টিভি স্টেশন বিএফএমটিভি জানিয়েছে, সকালে পাঁচ মিনিটের জন্য দুটি প্রদর্শনীর ব্যাঘাত ঘটে। পরে ফের শুরু হয়।
সকালে কয়েকটি প্রদর্শনী ব্যাহত হলেও পরে আয়োজকরা ব্যাকআপ জেনারেটর ব্যবহার করে পরিস্থিতি সামাল দেন।
কানের দক্ষিণ-পশ্চিমের ছোট প্রশাসনিক এলাকা ম্যান্দেলিউ-লা নাপৌলের মেয়র সেবাস্তিয়েন লেরয় ফেসবুকে পোস্টে বলেন, এটি ‘দ্বৈত নাশকতার ফল’ বলে মনে হচ্ছে।
উৎসবের শেষ দিন শনিবার ফরাসি অভিনেত্রী জুলিয়েত বিঁয়োশ ও জুরি বোর্ড উৎসবের সর্বোচ্চ পুরস্কার পা, দ’র বিজয়ী ঘোষণা করেন।