Published : 20 Oct 2022, 12:16 AM
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তাসের দেশ’ মঞ্চায়ন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে নাটকটি মঞ্চায়ন হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন নাট্যকলা বিভাগের শিক্ষক আফরিন হুদা তোড়া।
বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নাটকটি মঞ্চায়ন হবে। নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জীব কুমার দে নির্দেশনা দিয়েছেন নাটকটি। এতে অভিনয় করবেন বিভাগের ৫ম ও ৮ম আবর্তনের শিক্ষার্থীরা। দেহ বিন্যাস ও চলন পরিকল্পনা করেছেন নাট্যকলা বিভাগের শিক্ষক রূবাইয়া জাবিন প্রিয়তা ও কৃপা কনা এবং পোশাক পরিকল্পনা করেছেন আফরিন হুদা তোড়া।
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত তাসের দেশ নাটকটি ১৯৩৩ সালে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ তার নিজেরই লেখা ছোট গল্প ‘একটা আষাঢ়ে গল্প’ থেকে এই নাটক রচনা করেন। এই নাটকটিতে ব্রিটিশশাসিত ভারতবর্ষের মুক্তির জন্য একজন মুক্তিদূতের আহ্বান ধ্বনিত হয়েছিল।
নাটকে দেখা যাবে, রাজপুত্র তার বন্দিজীবন থেকে মুক্তির আশা ব্যক্ত করে সওদাগরের কাছে। রাজপুত্র মুক্তি পেয়ে সিদ্ধান্ত নেন বাণিজ্যে যাওয়ার, পথে যেতে তরী ডুবে ভেসে যায় নতুন এক দেশে। এই নতুন দেশে সবকিছুই পরিচালিত হয় তাস খেলার নিয়ম অনুসারে এবং প্রত্যেকেই এক একটা তাস। রাজপুত্র ও সওদাগর এই দেশে এসে সেখানকার পরিবেশ পরিবর্তন করে দেন। শেষ পর্যন্ত তাসের দেশের রাজা-রানিসহ সবাই নিয়ম ভেঙে মানুষ হয়ে উঠতে চায়।