Published : 13 Jul 2023, 01:59 PM
গেল কোরবানির ঈদে মুক্তি পাওয়া পাঁচটি সিনেমার মধ্যে দুটি সিনেমা তুমুল আলোচিত হয়েছে। প্রেক্ষাগৃহে অগ্রিম টিকেট পেতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে দর্শকদের। এ বিষয়টিকে অনেকে বাংলা সিনেমার সাফল্য হিসেবে দেখলেও ঠিক যেন সন্তুষ্ট হতে পারছেন না চিত্রনায়ক ওমর সানী।
শুধুমাত্র ঈদের সিনেমার সাফল্যে উচ্ছ্বসিত হয়ে ‘ভাব’ নিতে মানা করে ওমর সানী ফেইসবুকে লিখেছেন, “এইভাবে সারা বছর আমাদের ছবি চলত। এক ঈদে স্টার, মেগাস্টার, সুপারস্টার- এগুলি ভাব নিয়েন না। সারা বছর দেখান, চলচ্চিত্র সারা বছরের। ২ ঈদের জন্য চলচ্চিত্র নয়, আসেন খেলি।”
নব্বই দশকের জনপ্রিয় এই চিত্রনায়ক লিখেছেন, “ঈদ গেছে এবার আসেন ১২ মাস খেলি, যেভাবে খেলতেন আমাদের সিনিয়র। তারপর চম্পা, রুবেল, নাঈম, শাবনাজ, মান্না, দিতি, ওমর সানি, বাপ্পা রাজ, সালমান শাহ, মৌসুমী, শাবনুর, অরুনা বিশ্বাস, শাহনাজ, পপি, পূর্ণিমা, আমিন খান, অমিত হাসান, শাকিল খান, রিয়াজ ফেরদৌস, রেসি, আলেকজান্ডার বো, মুনমুন, মিশা সওদাগর, ডিপজল ও হুমায়ুন ফরিদী।”
কোরবানির ঈদে মুক্তি পাওয়া পাঁচটি সিনেমা হল - হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’, রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’, চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’, সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’, বন্ধন বিশ্বাস পরিচালিত ‘লাল শাড়ি’।
এর মধ্যে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ এবং আফরান নিশো অভিনীত ‘সুড়ঙ্গ’ সিনেমা দুটি দ্বিতীয় সপ্তাহে এসেও দর্শক টানছে। দুটি সিনেমার প্রযোজক তাদের সিনেমাকে ব্যবসাসফল বলে দাবি করেছেন। মাহফুজ-বুবলী অভিনীত ‘প্রহেলিকা’ সিনেমাটিও দর্শকের মাঝে সাড়া ফেলেছে।