Published : 23 May 2025, 04:58 PM
‘গুরুতর অসুস্থ’ হয়ে চিকিৎসকের ‘নিবিড় পর্যবেক্ষণে’ আছেন বলে জানিয়েছেন নায়িকা নুসরাত ফারিয়া। সেজন্য চিকিৎসকদের পরামর্শ মেনে সবার সঙ্গে যোগাযোগ বন্ধ রেখেছেন বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার ফেইসবুকে এক পোস্টে এ কথা জানিয়েছেন ফারিয়া।
তিনি লিখেছেন, সবাই যেভাবে তার খোঁজখবর রাখছেন, তাতে তার ‘হৃদয় ছুঁয়ে যাচ্ছে’।
এই মুহূর্তে সাড়া না দেওয়ার কারণ অভিনেত্রী তুলে ধরেছেন তার পোস্টে।
ফারিয়া লিখেছেন, “আমি জানি, আপনারা অনেকেই আমার খোঁজখবর, ইন্টারভিউ নেওয়ার জন্য বারবার চেষ্টা করছেন। আপনাদের ভালোবাসা ও উদ্বেগ আমাকে সত্যিই ছুঁয়ে যাচ্ছে। তবে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, বর্তমানে আমি গুরুতর অসুস্থতায় ভুগছি এবং বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি।
“চিকিৎসার অংশ হিসেবে এখন কিছু সময়ের জন্য বাইরের সঙ্গে সকল ধরনের যোগাযোগ বন্ধ রাখা হয়েছে—ফোন ব্যবহারের ওপরও রয়েছে কড়াকড়ি নিষেধাজ্ঞা।”
যোগাযোগ রক্ষা না করতে পারার জন্য দুঃখ প্রকাশ করেছেন ফারিয়া।
“এই পরিস্থিতিতে কারো সঙ্গে কথা বলতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আশা করি, আপনারা বিষয়টি বুঝবেন। আমি বিশ্বাস করি, এই কঠিন সময়টা দ্রুতই পেরিয়ে আবার সুস্থভাবে আপনাদের মাঝে ফিরে আসতে পারব।”
হত্যাচেষ্টা মামলায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে গত ২০ মে দুপুর সাড়ে তিনটার পরপর মুক্তি পান ফারিয়া।
বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে হত্যাচেষ্টার অভিযোগে কারাগারে পাঠানোর এক দিনের মাথায় নানামুখী আলোচনা-সমালোচনার মধ্যে ঢাকার মুখ্য মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান ফারিয়ার জামিনের আদেশ দেন ওই দিন সকালে।
ফারিয়া গ্রেপ্তার হওয়ার পর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনার জন্ম দেয়। অনেকেই বলতে শুরু করেন, ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় অভিনয় করার কারণেই গ্রেপ্তার করা হয়েছে এই অভিনেত্রীকে। হত্যাচেষ্টার মামলা দিয়ে তাকে ‘অন্যায়ভাবে হেনস্তা করা হচ্ছে’ বলেও অনেকে অভিযোগ করেন। যে আলোচনায় যোগ দিতে দেখা গেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদেরও।
মুক্তি পেয়ে ফারিয়া ফেইসবুকে লিখেছিলেন, তিনি তার জীবনের সব চাইতে ‘মুমূর্ষু সময় পার করেছেন’।
ফারিয়ার এবারে পোস্টেও সেই কথারই পুনরাবৃত্তি দেখা গেছে।
তিনি লিখেছেন, “গত কয়েকদিন ছিল আমার জীবনের সবচেয়ে দুঃসহ ও সংবেদনশীল সময়। মানসিক ও শারীরিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলাম। কিন্তু আপনাদের ভালোবাসা, সমর্থন ও সাহচর্য আমাকে এগিয়ে চলার শক্তি দিয়েছে।”
ধন্যবাদ ও কৃতজ্ঞতার প্রকাশ ঘটেছে ফারিয়ার লেখায়। বিশেষ করে স্মরণ করেছেন সংবাদমধ্যম কর্মীদের ভূমিকা নিয়ে।
“আপনাদের সকলের প্রতি—আপামর জনসাধারণ, প্রতি আমি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞ।
বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই সাংবাদিক ও গণমাধ্যমের বন্ধুদের, যাদের মানবিকতা ও ইতিবাচক ভূমিকাটি এই সময়ে আমার জন্য ছিল অত্যন্ত প্রয়োজনীয় ও অনুপ্রেরণাদায়ক।
“আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত নিজের ভেতরের সাহস খুঁজে পেতাম না। আমি আজীবন মনে রাখব এই ভালোবাসা ও নিরন্তর সহমর্মিতার কথা। সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। খুব শিগগিরই আবার দেখা হবে।“
থাইল্যান্ডে যাওয়ার জন্য রোববার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ নুসরাত ফারিয়াকে আটকে দেয়। পরে তাকে ভাটারা থানার এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এনামুল হক নামের এক ব্যক্তি গত মার্চ মাসে নায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আশনা হাবিব ভাবনা, নায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীসহ ২৮৩ জনের নামে আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে ভাটারা থানা গত ২৯ এপ্রিল তা এজাহার হিসেবে লিপিবদ্ধ করে।
মামলার বিবরণ অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এসময় গুলি চালানো হলে তা এনামুলের পায়ে গুলি লাগে। তিনি হাসপাতালে চিকিৎসা নেন।
তবে মামলার শুনানিতে আইনজীবী ফারহান মোহাম্মদ আরাভ শুনানিতে বলেন, যে সময় মামলার বাদী গুলিতে আহত হয়েছেন, নুসরাত ফারিয়া তখন দেশেই ছিলেন না।
আরও পড়ুন
'মুমূর্ষু সময়ে' পাশে থাকায় ফেইসবুকে নুসরাত ফারিয়ার কৃতজ্ঞতা
কারাগার থেকে জামিনে মুক্ত নুসরাত ফারিয়া
জামিন পেলেন নুসরাত ফারিয়া, মঙ্গলবারই মুক্তির আশা আইনজীবীর
যেতে দিলে তো বলতেন ছেড়ে দিলাম কেন: স্বরাষ্ট্র উপদেষ্টা
নুসরাত ফারিয়ার গ্রেপ্তার 'বিব্রতকর': ফারুকী
নায়িকা নুসরাত কারাগারে, জামিন শুনানি ২২ মে
আদালতে নুসরাত, কারাগারে আটক রাখার আবেদন