Published : 25 Mar 2025, 10:09 PM
ঘোষণার দেড় বছর পর ঢাকার উত্তরায় স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা চালু হতে যাচ্ছে; আসন্ন ঈদেই চালু হবে এটি।
বিমানবন্দর সংলগ্ন সেন্টার পয়েন্ট শপিং মলে হয়েছে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা। চারটি হল রয়েছে এই মাল্টিপ্লেক্সে।
এক বিজ্ঞপ্তিতে দেশের বৃহৎ এই মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, স্টার সিনেপ্লেক্সের দর্শকদের জন্য ঈদ উপহার হিসেবে আসন্ন ঈদের দিন চালু হবে নতুন এই শাখা। ওই দিন থেকেই দর্শকরা সেখানে সিনেমা দেখতে পারবেন।
বিমানবন্দরের আশপাশের এলাকা এবং উত্তরার দর্শকদের ঈদে বাড়তি আনন্দ যোগ করবে এই মাল্টিপ্লেক্স।
স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ বলেন, “উত্তরা এলাকার দর্শকদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল এটি। অনেক দর্শক আমাদেরকে সরাসরি এবং অনলাইনে দাবি জানিয়ে আসছিলেন উত্তরা এলাকায় একটি শাখা চালু করার জন্য। অবশেষে সেই দাবি পূরণ করতে পেরে আমরা আনন্দিত।”
এই শাখার চারটি হলের মধ্যে একটি ভিআইপি, একটি রয়্যাল এবং দুইটি প্রিমিয়াম হল রয়েছে। আসন সংখ্যা যথাক্রমে ৮৩, ৪৮, ১৭৫ ও ৩৩১টি।
বর্তমানে ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ার, সামরিক জাদুঘর এবং মিরপুর সনি স্কয়ারে স্টার সিনেপ্লেক্সের ছয়টি শাখা রয়েছে।
আর ঢাকার বাইরে চট্টগ্রাম ও রাজশাহীতে স্টার সিনেপ্লেক্সের শাখা রয়েছে। এছাড়াও নারায়ণগঞ্জ, বগুড়া ও চট্টগ্রামে নতুন শাখার কাজ চলছে।