Published : 05 Jun 2025, 09:05 PM
ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘ইনসাফ’ সিনেমার দ্বিতীয় গান ‘আকাশেতে লক্ষ তারা ২.০’ প্রকাশ্যে এসেছে। গানে নাচে হুল্লোড় তুলেছেন তাসনিয়া ফারিণ ও শরিফুল রাজ। সাথে আছেন মোশাররফ করিমও।
সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় গানটিতে কণ্ঠ দিয়েছেন মিলা ইসলাম। সুদীপ কুমার দীপের কথায় সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন।
সিনেমাটি নিয়ে পরিচালক সঞ্জয় বলেছেন, অ্যাকশন থ্রিলার গল্পে তৈরি হয়েছে ইনসাফের চিত্রনাট্য।
“আমাদের সিনেমার যে স্টোরি লাইন সেটা একটা সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি। বাংলাদেশের সমাজের এমন কিছু দিক আমরা তুলে ধরেছি যেটা এখনকার সময় উপযোগী ও দর্শক খুব সহজেই নিজের সাথে কানেক্ট করতে পারবেন।"
'ইনসাফের’ গল্প ও চিত্রনাট্য লিখছেন নাজিম উদ দৌলা; তিতাস কথাচিত্র ও টিওটি ফিল্মস প্রযোজনার দায়িত্ব নিয়েছে।
বাংলাদেশে প্রথম হলেও ‘ইনসাফ’ সঞ্জয় সমদ্দারের দ্বিতীয় সিনেমা। তিন বছর আগে এই নির্মাতা কলকাতার জনপ্রিয় নায়ক জিৎকে নিয়ে 'মানুষ' নামের সিনেমা বানিয়ে বড়পর্দার পরিচালক হিসেবে নাম লেখান তিনি।