Published : 03 Jun 2025, 10:10 PM
আলোচিত ও সমালোচিত নাটক ‘ব্যাচেলর পয়েন্টের’ পঞ্চম সিজন শুরু হচ্ছে কোরবানির ঈদের দিন থেকে।
চ্যানেল আই, বুম ফিল্মসের অফিশিয়াল ইউটিউব এবং বঙ্গ অ্যাপে দেখা যাবে ধারাবাহিক এই নাটকটি।
গুলশানের একটি ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে এই ঘোষণা দেন পরিচালক কাজল আরেফিন অমি। ‘ব্যাচেলর পয়েন্টের’ এবারের সিজন অনেক বড় পরিসরে বানিয়েছেন বলে জানিয়েছেন পরিচালক।
১২০ পর্বে নির্মিত হচ্ছে এই সিজনটি। যেটি প্রতি সপ্তাহের বৃহস্পতি এবং শুক্রবার রাতে ইউটিউব ও টেলিভিশনে দেখা যাবে।
তবে যদি কেউ প্রথম বৃহস্পতিবারেই একসঙ্গে ৮ পর্ব দেখতে চায়, তাহলে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে ৪০ টাকা সাবস্ক্রাইব করেই সেটা দেখতে পারবেন।
অমি বলেন, ‘‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ অনেক বড় একটি সিরিজ। সচরাচর ওয়েব সিরিজের পর্ব হয় ৬-৮ পর্ব কিন্তু এটাকে আমরা নিয়ে আসছি ১২০ পর্বে। যেমনটা আগে কখনও বাংলাদেশে হয়নি।
“আগের সিজনগুলো আমি নির্মাণ করেছিলাম ইউটিউব প্যাটার্নে, কিন্তু নতুন সিজনটা বানিয়েছি ওটিটি প্যাটার্নে। দর্শকদের চাওয়া এবং আমার স্বপ্নগুলো নষ্ট করতে চাই না বলেই বড় পরিসরে নতুন সিজন আনতে চেয়েছি।’’
এবারের সিজনের পর্বগুলোতে অভিনয় করেছেন আগের শিল্পীরাই। তারা হলেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, শরাফ আহমেদ জীবন, সুমন পাটোয়ারি, পারসা ইভানা, আশুতোষ সুজন, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, পাভেলসহ অনেকে।
২০২২ সালের শেষ দিকে প্রচার হয় এই ধারাবাহিকের ৪ নম্বর সিজন।
শুরুতে কিছুদিন চ্যানেল নাইনে এই নাটকটি প্রচার হয়। পরে ‘ব্যাচেলর পয়েন্ট’ দেখায় বাংলাভিশন চ্যানেল। পরে ‘ধ্রুব টিভি’ নামের একটি ইউটিউব চ্যানেলে প্রচার হয় ব্যাচেলর পয়েন্ট।
আরও পড়ুন:
'ব্যাচেলর পয়েন্ট' সিজন ৫ নিয়ে ফিরছে, এসেছে ফার্স্টলুক পোস্টার