Published : 10 Jun 2025, 04:49 PM
অভিনেতা আরিফিন শুভর পাশে দাঁড়িয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।
ফেইসবুক শুভর সিনেমার পোস্টার শেয়ার করে শাকিব লিখেছেন, “নীলচক্র টিমের জন্য শুভকামনা।”
ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে প্রেক্ষাগৃহ পাওয়ার দিক থেকে শীর্ষ অবস্থানে আছে শাকিবের 'তাণ্ডব'। অন্যদিকে শুভর 'নীলচক্র: ব্লু সার্কেল' চলছে কেবল মাল্টিপ্লেক্সে।
শাকিবের এই পোস্ট ঘিরে সোশাল মিডিয়ায় আলোচনা তৈরি হয়েছে। নায়কের এই স্বতঃস্ফূর্ত প্রচার কাজের প্রশংসা এসেছে।
শাকিবের পোস্টের মন্তব্যের ঘরে শুভ লিখেছেন, “ভালোবাসা শাকিব ভাই। কৃতজ্ঞতা।” অভিনেত্রী মন্দিরা চক্রবর্তীও ধন্যবাদ জানিয়েছেন শাকিবকে।
শাকিবের পোস্টটি দেখার পর ‘নীলচক্রের’ পরিচালক মিঠু খান ফেইসবুকে লিখেছেন, “নীলচক্রের নির্মাতা হিসেবে এই প্রাপ্তি অসাধারণ। আপনি বাংলা সিনেমার ধারক ও বাহক। আপনি যে বাংলা সিনেমার পাশে সব সময় সর্বদা জাগ্রত, এই পোস্ট তারই প্রমাণস্বরূপ রেখে দিলাম।”
অল্প বয়সীদের সোশাল মিডিয়া ব্যবহারের আসক্তি থেকে বিপদে জড়িয়ে পড়ার গল্প নিয়ে ‘নীলচক্র’ বানিয়েছেন মিঠু খান।
সিনেমায় দেখা গেছে দুই বছরে অনলাইনে ছড়িয়ে পড়ে ১৬টি ভিডিও। ভিডিওগুলোর কারণে পাঁচজন আত্মহত্যা করে। ভিডিওগুলো প্রকাশের পেছনে কাজ করে একটি সংঘবদ্ধ অপরাধ চক্র।
ভিডিও প্রচারের ঘটনার তদন্ত কর্মকর্তা হিসেবে দেখা গেছে শুভকে। তার সঙ্গে জুটি বেঁধেছেন মন্দিরা চক্রবর্তী।
সিনেমায় আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সংগীতশিল্পী বালাম। অভিনয়ের পাশাপাশি ‘নীলচক্র’ সিনেমায় একটি গানও গেয়েছেন তিনি।
আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান, পারভীন পারু, আয়মান শিমলা, ডলার।
মিঠু খানের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন নাজিম উদ দৌলা।
শুভর 'নীলচক্র': সার্টিফিকেশন বোর্ড চাইছে 'এখনই মুক্তি দিতে'
যুক্তরাষ্ট্রের উৎসবে শুভ-মন্দিরার 'নীলচক্র'
শুভর 'নীলচক্র প্রশংসিত' যুক্তরাষ্ট্রে
'টাইটেল টিজার' প্রকাশ করেই মুক্তির ঘোষণা আসবে 'নীলচক্র' সিনেমার
শুভর সঙ্গে সাত মাস কথা হয় গল্প নিয়ে: 'নীলচক্র' নিয়ে নির্মাতা