Published : 23 Jun 2025, 10:58 AM
মুম্বাই শহরের বান্দ্রায় বলিউডি তারকা শাহরুখ খানের বাসভবন ‘মান্নাতের’ যে সংস্কার কাজ শুরু হয়েছে, তা নিয়ে পরিবেশ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
ইন্ডিয়া টিভি লিখেছে, বন দপ্তরে জমা পড়া অভিযোগের প্রেক্ষিতে শহরের পৌরসভা ও বন দপ্তরের কর্মকর্তারা ‘মান্নাত’ পরিদর্শন করেছেন।
অভিযোগে বলা হয়েছে, বান্দ্রায় সমুদ্রের ধারের এই প্রাসাদতুল্য বাড়িতে সংস্কার চলাকালে উপকূলীয় সুরক্ষা অঞ্চলের নিয়ম লঙ্ঘন করা হয়েছে।
শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি বলেন, “কোনো ধরনের কোনো অভিযোগ নেই। সব কাজ নিয়ম অনুযায়ীই চলছে।”
পৌরসভা ও বন দপ্তরের কর্মকর্তারা মান্নাতের সংস্কার কাজ ঘুরে দেখেন এবং শাহরুখ খানের দলের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনের ভিত্তিতে বন দপ্তর একটি বিস্তারিত প্রতিবেদন তৈরি করবে বলে জানা গেছে।
এদিকে শাহরুখের দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সংস্কার শুরুর আগে প্রয়োজনীয় সব অনুমতি তারা নিয়েছেন। তদন্তের স্বার্থে প্রয়োজন হলে সংশ্লিষ্ট নথিপত্র জমা দিতেও তারা প্রস্তুত।
মান্নাতের সামনে প্রতিদিন কয়েকশ মানুষ দাঁড়িয়ে থাকতেন শাহরুখকে কেবল এক নজর দেখার জন্য।
২৫ বছরের বেশি সময় ধরে এই বাড়িতে বসবাস করার পর, সংস্কারের জন্য কিছুদিন আগে পরিবারের সদস্যদের নিয়ে মান্নাত ছেড়ে পালি হিলের আবাসনে গিয়ে উঠেছেন শাহরুখ।
এই বাড়িটি ‘গ্রেড থ্রি’ ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে পরিচিত। এর ফলে এর স্থাপত্যে কোনো পরিবর্তনের জন্য ঐতিহ্য সংরক্ষণ কমিটি ও পরিবেশ দপ্তরের অনুমতি নেওয়া বাধ্যতামূলক।
সব নিয়ম মেনেই এই সংস্কার কাজ চলছে কী না, নাকি কোনো নিয়ম ভঙ্গ হয়েছে সে তথ্য জানা যাবে বন দপ্তরের চূড়ান্ত তদন্ত প্রতিবেদনের পাওয়ার পর।
আরও পড়ুন: