তার জাদুকরী কণ্ঠ ভেঙেছিল দেশকালের সীমানা, ভাষার ব্যবধান; ভারতীয় উপমহাদেশের কিংবদন্তী সংগীত শিল্পী লতা মঙ্গেশকরের চিরবিদায়ের পর পেরিয়ে গেছে একটি বছর। মৃত্যুর আগের তিনটি বছর লতা সোশাল মিডিয়ায় দারুণ সক্রিয় ছিলেন। ইনস্টাগ্রামে তার নিজের পোস্ট করা ছবিগুলো বহন করছে নানা গল্প, ইতিহাস।