Published : 07 Apr 2025, 05:15 PM
মা-মেয়ের সম্পর্কের গল্প নিয়ে শর্মিলা ঠাকুরের ‘পুরাতন’ নামের যে সিনেমটি মুক্তি পেতে চলেছে, হতে পারে সেটিই অভিনেত্রীর ‘শেষ সিনেমা’।
এমন আভাস মিলেছে শর্মিলার নিজের একটি কথায়। তবে বলিউডে নাকি বাংলা সিনেমার ক্যারিয়ারের সমাপ্তি টানতে চাইছেন সে বিষয়টি পরিস্কার করেননি শর্মিলা।
আনন্দবাজার লিখেছে, এই কথাটি শর্মিলা বলেছেন ‘পুরাতন’ সিনেমায় তার দুই সহশিল্পী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং অনিরুদ্ধ চৌধুরীর কাছে।
সুমন ঘোষের পরিচালনায় 'পুরাতন’ সিনেমার মাধ্যমে ১৬ বছর পর বাংলা সিনেমায় ফিরছেন শর্মিলা। এই সিনেমাটি মুক্তি পাবে আগামী ১১ এপ্রিল। সিনেমায় শর্মিলার মেয়ের চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা এবং প্রযোজকের দায়িত্বেও ছিলেন তিনি।
শর্মিলা ঠাকুর ঠিক কি বলেছেন জানতে চাইলে অভিনেতা ইন্দ্রনীল বলেন, “তিনি ফোনে বললেন, এই সিনেমাই হয়ত আমার শেষ সিনেমা, কে জানে!”
ইন্দ্রনীলের কথায় জানা গেছে, ‘পুরাতন’ সিনেমার পরেও বেশ কিছু বাংলা চিত্রনাট্য শর্মিলার হাতে আসে, কিন্তু তিনি তা করতে রাজি হননি।
দেড় দশকেরও বেশি সময় পর শর্মিলাকে বাংলা সিনেমায় পেতে যাচ্ছে দর্শক। এর আগে ২০০৯ সালে তিনি কাজ করেছিলেন অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘অন্তহীন’ সিনেমায়।
এতদিন পর বাংলা একটি চলচ্চিত্র কাজ করার কারণ জানিয়েছেন শর্মিলা। তিনি বলেছেন, সিনেমার পরিচালক সুমন ঘোষের এর আগের কিছু কাজ যেমন ‘কাদম্বরী’, ‘বসু পরিবার’ তার ভালো লেগেছিল। সে জন্য ‘পুরতান’ সিনেমার স্ক্রিপ্ট পড়ে সিনেমাটি করার ব্যাপারে আগ্রহী হন।
এছাড়া সিনেমার প্রযোজক অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের প্রশংসা ঝরেছে তার কণ্ঠে।
শর্মিলা বলেন, “প্রযোজক এবং অভিনেত্রী দুই ভূমিকাতেই ঋতুপর্ণা দারুণ। লোকেশনে পৌঁছনো এবং ভ্যানিটির বাবস্থা করা, সময় মতো লাঞ্চ ব্রেক করা, সবকিছুই নিখুঁত ছিল। কোনও কমপ্লেন করার সুযোগ পাইনি।”
ঋতুপর্ণার ভাষ্য তার সিনেমায় শর্মিলার অভিনয় এক কথায় ‘বিশাল পাওয়া’।
শর্মিলা তার ক্যারিয়ারে ইতি টানার আভাস জানালেও ঋতুপর্ণা কী ফের শর্মিলার সঙ্গে কাজ করার কথা ভাবছেন জানতে চাইলে তিনি বলেন, “শর্মিলাজির সঙ্গে আমিও আবার কাজ করতে চাই। কিন্তু এমন চিত্রনাট্য তাকে দিতে হবে যা ‘পুরাতন’কেও ছাপিয়ে যাবে। আরও অন্য রকম চরিত্র।“