Published : 01 Jun 2025, 12:38 AM
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দ্রোহ ও জাগরণের ১০টি গান নিয়ে একটি অ্যালবাম করেছে কবি নজরুল ইনস্টিটিউট।
অ্যালবামের প্রকাশনা উপলক্ষে শনিবার সন্ধ্যায় ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে হয় কনসার্ট, যার প্রতিপাদ্য ছিল- 'মোরা ঝঞ্ঝার মত উদ্দাম'।
বিকালেই সব রকম প্রস্তুতি সম্পন্ন, আসেন ব্যান্ডশিল্পীরাও। এর মাঝেই হঠাৎ ঝুম বৃষ্টি। বিরূপ আবহাওয়ায় অনিশ্চিত হয়ে পড়ে কনসার্ট। তবে হাল ছাড়েনি আয়োজক ‘কবি নজরুল ইন্সটিটিউট’।
বিকাল ৪টায় নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, "আমরা কনসার্ট আয়োজনের সব রকম প্রস্তুতি রেখেছি। শিল্পীরাও আছেন। বৃষ্টি কমলেই আমরা কনসার্ট শুরু করব।"
৫টায় কনসার্ট শুরুর কথা থাকলেও সন্ধ্যা ৬টায় যখন শুরু হবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি, তখন কোনো কোনো দর্শককে বাড়ি ফিরে যেতে দেখা যায়।
কনসার্টের আয়োজকরা ফেইসবুক পেইজে ঘোষণা দেন, "সব ব্যান্ডদল চলে এসেছে। বৃষ্টি-বাদলে ডরে না নজরুল। ঝঞ্ঝার মতো উদ্দাম আপনারাও চলে আসুন, মানিক মিয়া এভিনিউয়ে।"
বিকাল সাড়ে ৫টায় আয়োজকদের একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "৭টায় যদি বৃষ্টি না থামে, তবে হয়ত কনসার্ট স্থগিত করা হতে পারে।"
এর মধ্যে সন্ধ্যা সাড়ে ৬টায় বৃষ্টি কমার পর শুরু হয়ে যায় কনসার্ট শুরুর তোড়জোড়। সাড়ে ৭টার কিছু সময় পর মঞ্চে আসে ব্যান্ড ‘শিরোনামহীন’।
পরে একে একে গান শোনায় ওয়ারফেজ, সোলস, দলছুট, আর্ক, শিরোনামহীন, ডিফরেন্ট টাচ, মিজান অ্যান্ড ব্রাদার্স, রেবেল, ব্ল্যাক ও এফ মাইনর ব্যান্ড।
তারা গেয়ে শোনায়- কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহ-কবাট, ‘এই শিকল-পরা ছল্’, ‘তোরা সব জয়ধ্বনি কর’, ‘জাগো অনশন-বন্দী’, ‘দুর্গম গিরি, কান্তার-মরু’, ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’, ‘মোরা ঝঞ্ঝার মত উদ্দাম’, ‘বাজিছে দামামা বাঁধরে আমামা’, ‘পরদেশী মেঘ’ এবং ‘জয় হোক জয় হোক’ গানগুলো।
এই গানগুলো নিয়েই রক অ্যালবামটি প্রকাশ করা হয়। গানের পাশাপাশি ছিল নজরুলের কবিতা থেকে আবৃত্তি। আবৃত্তিশিল্পী টিটু মুন্সী আবৃত্তি শোনান।
অ্যালবামটির প্রতিটি গান নজরুল ইনস্টিটিউটের ওয়েবসাইট, ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোয় প্রকাশ করা হবে বলে জানায় আয়োজকেরা।
কনসার্ট নিয়ে লতিফুল ইসলাম শিবলী এর আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “চব্বিশের গণঅভ্যুত্থানে নজরুলের গান-কবিতা আমাদের অনুপ্রাণিত করেছে। বিভিন্ন আন্দোলন সংগ্রামে নজরুল আমাদের সাহস যুগিয়েছেন। এই কনসার্টের মধ্যদিয়ে নজরুলকে স্মরণ করা হল।"
নজরুলের সাহিত্য সম্ভারের সঙ্গে তরুণদের আরও সম্পৃক্ত করার পরিকল্পনা থেকে এই আয়োজন করা বলেও জানিয়েছিলেন শিবলী।
তিনি বলেন, “চব্বিশের অভ্যুত্থান তরুণরা নেতৃত্ব দিয়েছে, আর রক বা ব্যান্ড মিউজিক তরুণদের মাঝেই বেশি চর্চিত হয়। ফলে নজরুলের গানকে এই সময়ের তরুণদের মাঝে কীভাবে আরও বেশি ছড়িয়ে দেওয়া যায়, সেই ভাবনা থেকেই আমরা নজরুলের উদ্দীপনামূলক গানগুলো নিয়ে অ্যালবাম প্রকাশের উদ্যোগ নিয়েছি। তারই অংশ হিসেবে এই নজরুল কনসার্ট।”