Published : 14 Nov 2024, 07:01 PM
দক্ষিণী নায়ক প্রভাস রাজু ‘সালার’ সিনেমা দিয়ে আয়ের রেকর্ড গড়েছিলেন বছরখানেক আগে। ওই সময় থেকেই দর্শকদের জানার আগ্রহ ছিল সিনেমার সিক্যুয়েল আসছে কবে?
নির্মাতারা এতদিন চুপ থাকার পর অবশেষে জানিয়েছেন, ‘সালার ২’ আসছে; সেটি মুক্তি পাবে ২০২৬ সালে।
হিন্দুস্তান টাইমস লিখেছে, কেবল ব্লকবাস্টার এই সিনেমাটিই নয়, প্রভাসের ঝুলিতে আছে আরও নতুন দুটি সিনেমার কাজ।
তবে সেই দুই সিনেমার নাম প্রকাশ না করে বলা হয়েছে সেগুলো মুক্তি পাবে ২০২৭ এবং ২০২৮ সালে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সালার’র প্রযোজনা সংস্থা একটি বিবৃতিও প্রকাশ করেছে।
সেখানে লেখা হয়েছে, “অভিনেতা প্রভাসের সঙ্গে তিনটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হতে পেরে আমরা গর্বিত। সিনেমাগুলো তৈরি হবে ভারতে, কিন্তু সেগুলি সারা বিশ্বের দর্শকের মন জয় করে নেবে। আমরা কথা দিচ্ছি, এই ঘোষণা দর্শকের কাছে ভালো সিনেমা পৌঁছে দেবে।’’
প্রথম কিস্তির মতই ‘সালার ২’ পরিচালনা করবেন প্রশান্ত নীল। এই পরিচালক ৩০০ কোটি রুপি দিয়ে ‘সালার’ বানিয়ে ঘরে তুলেছিলেন দ্বিগুণ টাকা ৬২৩ কোটি রুপি।
‘সালার’ মুক্তির আগে গত কয়েক বছরে একের পর এক ব্যর্থ সিনেমার চাপে ‘ধরাশায়ী’ হয়েছিলেন প্রভাস।
‘সাহো’, ‘রাধেশ্যাম’র পরে বক্স অফিসে মুখ থুবড়ে পরে বিশাল বাজেটের ‘আদিপুরুষ’ও। তার পর‘সালার’ দিয়ে স্রোতে ফিরে আসেন প্রভাস।
চলতি বছরে ‘কল্কি:২৮৯৮ এডি’ সিনেমাতেও দর্শকরা প্রভাসকে দেখেছেন।