Published : 15 Jun 2025, 12:06 PM
স্বামী-স্ত্রীর মধ্যে ব্যক্তিগত বোঝাপড়ায় ঘাটতি থেকে তাদের বিচ্ছেদ হলেও একজনের বিয়োগে আরেকজন শোকগ্রস্ত হতে পারেন বলে মন্তব্য করেছেন অভিনেত্রী জয়া আহসান।
বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী ব্যবসায়ী সঞ্জয় কাপুরের মৃত্যুর ঘটনায় কলকাতার দৈনিক আনন্দবাজারকে এ কথা বলেছেন জয়া।
জয়া বলেন, “এক্ষেত্রে শোক বা কষ্ট তো স্বাভাবিক। সম্পর্কে থাকাকালীন যে সময়ের মধ্যে দিয়ে করিশমা আর তার স্বামী একসঙ্গে গিয়েছেন, সেই সময়টাকে তো অস্বীকার করা যায় না। সেই সম্পর্কে তো সন্তান আছে, ভালোবাসা আছে, তিক্ততা আছে, মিষ্টতাও আছে। সেগুলো তো ভুলে যাওয়া যায় না! সম্পর্কে সমস্যা থাকলেও সাবেক স্বামীর মৃত্যুর পরে শোক থাকতে পারে।”
যুক্তরাজ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এই শিল্পপতি সঞ্জয় কাপুর মারা যান বৃহস্পতিবার। গার্ডস পোলো ক্লাবে খেলার সময় হার্ট অ্যাটাক হয় সঞ্জয়ের, এর পর তিনি সেখান থেকে বেরিয়ে যান। এরপরই তার মৃত্যু হয়েছে, চিকিৎসার কোনো সুযোগই পাওয়া যায়নি।
ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে কারিশমার বিয়ে হয় ২০০৩ সালের সেপ্টেম্বরে।ওই সময় ক্যারিয়ারের মধ্যগগনে ছিলেন কারিশমা। এই দম্পতির দুই সন্তান।
দাম্পত্য জীবনে বেশ কয়েকবার মাথাচাড়া দিয়ে ওঠে কারিশমার সংসারে ভাঙনের খবর। ২০১৪ সালে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেন তারা। পরে ২০১৬ সালে বোন কারিনা কাপুর ও তার স্বামী অভিনেতা সাইফ আলি খানের মধ্যস্থতায় বিচ্ছেদের আনুষ্ঠানিকতা সেরেছিলেন কারিশমা ও সঞ্জয়।
কারিশমার বিচ্ছেদ নিয়ে জয়ার কথায়, এমন নয় যে মেয়েরা পুরুষের উপর নির্ভরশীল হয়ে জীবন কাটাবেন, পরজীবী হয়ে বাঁচবেন। সে সময় কবেই বিদায় হয়েছে।
আগামীতে জয়ার ‘ডিয়ার মা’ শিগগিরই আসছে কলকাতার প্রেক্ষাগৃহে। থ্রিলারের মোড়কে এক মায়ের গল্প বলবে এই সিনেমা।
এদিকে কোরবানির ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমায় সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।সেখানে সাহস, ভয়, দ্বিধা, অসহায়ত্বের অভিনয়ে নিজের চরিত্রটি আলাদা করে দেখিয়েছেন জয়া।
এছাড়া মুক্তি পাওয়া ‘উৎসব’ সিনেমাতেও আছেন জয়া। এই সিনেমাটি পরিচালনা করেছেন তানিম নূর।