Published : 27 Jan 2025, 09:42 PM
মুক্তির দুইদিন আগে প্রকাশ্যে এসেছে ’ফেউ’ সিরিজের ট্রেইলার। তরুণ নির্মাতা সুকর্ন সাহেদ ধীমানের ‘ফেউ’ সিরিজ গল্প দর্শকদের ভিন্ন দুটি সময়ে নিয়ে যাবে। একটি ১৯৭৯ এবং অন্যটি ২০০২ সাল।
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সংলগ্ন সুন্দরবনের মরিচঝাঁপির ‘গণহত্যার’ ইতিহাস নিয়ে ওয়েব সিরিজ ‘ফেউ’ বানানো হয়েছে বলে জানিয়েছেন পরিচালক ধীমান।
সিরিজটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী, মোস্তাফিজুর নূর ইমরান, তানভীর অপূর্ব, হোসেন জীবন, তাহমিনা অথৈ, রিজভি রিজু, ফাদার জোয়া, বাবলু বোস, এ কে আজাদ সেতু।
‘ফেউ’ দেখা যাবে ২৯ জানুয়ারি রাত ১২টা ১ মিনিট থেকে।
আরও পড়ুন: