Published : 26 Feb 2025, 11:05 AM
ভারতের পশ্চিমবঙ্গের সাড়া তোলা সিনেমা ‘রক্তবীজ’ শেষ দৃশ্যে যে প্রশ্ন রেখে শেষ হয়েছিল, সেটির উত্তর মেলাতে আসছে এর সিকুয়েল।
হিন্দুস্তান টাইমস লিখেছে, প্রথম কিস্তিতে যে অভিনেতার এক গুরুত্বপূর্ণ ঝলক দেখিয়েছিল ‘রক্তবীজ’, সেই অঙ্কুশ হাজরাই হচ্ছেন সিনেমার দ্বিতীয় পর্বের খলনায়ক।
এছাড়া অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় ও নুসরাত জাহানও পুরনোদের সঙ্গে যোগ দিচ্ছেন এবারে। থাকতে পারেন সোহম চক্রবর্তীও।
প্রথম পর্বের আবীর চট্টোপাধ্যায়, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, অনসূয়া মজুমদার, কাঞ্চন মল্লিককে যে চরিত্রে দেখা গিয়েছিল তাদের সেই সেই চরিত্রেই দেখা যাবে।
উইন্ডোজ প্রোডাকশন ও সঞ্জয় আগরওয়ালের প্রযোজনায় ‘রক্তবীজ’ তৈরি করেছেন নির্মাতা জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
অঙ্কুশ বলেছেন, রক্তবীজের কাজ নিয়ে তিনি রোমাঞ্চিত।
অভিনেতার ভাষ্য, “এবারে পেশির জোরের থেকে বেশি দেখা যাবে মগজের জোর।"
অঙ্কুশ বলেন, “আগের বার যখন আমার কাছে আইটেম সংয়ের অফার আসে তখনই আমি শিবুদাকে বলেছিলাম যদি এটার বাইরে আমাকে কোনো চরিত্র দেওয়া যায়। উনি কিছুদিন পর আমাকে জানিয়েছিলেন যে ক্লাইম্যাক্সে আমার চরিত্রের হাত ধরেই সিকুয়েলে আভাস দেওয়া হবে। এটা আমার কাছে বড় প্রাপ্তি।"
কৌশানিকে দ্বিতীয় পর্বে অন্যতম চরিত্রে দেখা যাবে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
তিনি বলেন, “আমি কম অপেক্ষা করিনি এই সিনেমার জন্য! রক্তবীজ ২ তে আমার চরিত্রটি হল গল্পেরঅন্যতম চালিকাশক্তি।"
মার্চ থেকে কলকাতাসহ আরো কয়েকটি জায়গায় এই সিনেমার শুটিং শুরু হচ্ছে ।
পুলিশ কর্মকর্তার পঙ্কজ সিনহার চরিত্রের জন্য নিজের লুক বদলাতে ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন আবির।
চলতি বছরের দুর্গাপূজায় আসবে এই সিনেমাটি।
থ্রিলার ঘরানার 'রক্তবীজ' সিনেমায় কাহিনী গড়ে ওঠে সত্য ঘটনা ঘিরে। সেখানে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের গল্প দেখেছে দর্শক।
২০১৪ সালে বর্ধমানের খাগড়াগড়ে একটি দোতলা বাড়ি কেঁপে ওঠে ভয়াবহ বিস্ফোরণে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে ভেতরে থাকা দুই নারী জানিয়ে দেন, তাদের ধরার চেষ্টা করা হলে পুরো ভবন উড়িয়ে দেবেন বোমা মেরে।
পরে দুই নারীকে গ্রেপ্তার করে সেই বাড়ি থেকে পঞ্চাশটির বেশি বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল সেদিন। ওই চক্রটিই পরিকল্পনা করে পূজার সময়ে রাষ্ট্রপতির গ্রামের বাড়িতে বোমা হামলা চালানোর।