Published : 06 Apr 2025, 08:40 PM
ঈদের পর দেশের ওটিটি প্ল্যাটফর্মে নতুন করে কোন সিনেমা, সিরিজ মুক্তি না পেলেও বিদেশি প্ল্যাটফর্মগুলোতে বেশ কিছু সিরিজ, সিনেমা এসেছে।
হিন্দি, তামিল, ইংরেজি সিনেমাগুলো দেখা যাচ্ছে নেটফ্লিক্স, সনি লাইভ ও জি ফাইভে। শুক্রবার থেকে চলা এসব কনটেন্টের খোঁজ তুলে ধরছে গ্লিটজ।
সনি লাইভে 'অদৃশ্যম সিজন টু'
অংশুমান কিশোর সিং পরিচালিত হিন্দি ওয়েব সিরিজ 'অদৃশ্যম সিজন টু' দেখা যাচ্ছে সনি লাইভে। ভারতকে জঙ্গি হামলা থেকে বাঁচাতে দুই গোয়েন্দা কর্মকর্তা রবি ও পার্বতীর গল্পে এগিয়ে গিয়েছে সিরিজের গল্প।
যেখানে দেখা গেছে তিন ব্যক্তি কাশ্মীর সীমান্ত দিযে ভারতে প্রবেশ করে। তাদের উদ্দেশ্য ভারতের প্রতিটি শহরে হামলা চালানো। তাদের পরিকল্পনা নষ্ট করতে মাঠে নামে আন্ডারকভার গোয়েন্দা কর্মকর্তা রবি ও পার্বতী। মিশন শুরু হয় 'ডু অর ডাই' ব্রত নিয়ে। কীভাবে গোয়েন্দা কর্মকর্তারা সেই সন্ত্রাসী হামলা মোকাবিলা করবেন, সেই গল্প দেখা গেছে সিরিজে। এতে অভিনয় করেছেন এজাজ খান, পূজা গর, তরুণ আনান্দ।
মা ও মেয়ের মুক্তির গল্পে 'কাফির'
২০১৯ সালে মুক্তি পাওয়া হিন্দি ওয়েব সিরিজ 'কাফির' শুক্রবার থেকে নতুন করে দেখাচ্ছে জি ফাইভ। সিরিজের কেন্দ্রীয় চরিত্রের নাম কাইনাজ আখতার, যিনি একজন পাকিস্তানি নারী। ভুলবশত জঙ্গি সন্দেহে ভারতের কারাগারে বন্দি হন তিনি।
কারাগারের ভেতরেই জন্ম হয় তার মেয়ের। এক সময় সাংবাদিক বেদান্ত (মোহিত রায়না) তাদের খোঁজ বের করেন।
মা-মেয়ের মুক্তির লড়াইয়ে বেদান্তের কঠিন যাত্রার গল্প দেখা গেছে সিরজে। এতে পাকিস্তানি নারী চরিত্রে অভিনয় করেছেন দিয়া মির্জা এবং সাংবাদিক বেদান্ত চরিত্রে দেখা গেছে মোহিত রায়নাকে।
তামিল সিনেমা 'টেস্ট'
শিবাজী শশীকান্ত পরিচলালিত তামিল সিনেমা 'টেস্ট' দেখা যাচ্ছে নেটফ্লিক্সে। এই সিনেমায় অভিনয় করেছেন মাধবন, নয়নতারা ও সিদ্ধার্থ।
একটি আন্তর্জাতিক ক্রিকেট টেস্ট ম্যাচকে ঘিরে তিনজনের জীবনের গল্প দেখানো হয়েছে। যেখানে একটা টেস্ট ম্যাচ জীবনের সবচেয়ে কঠিনতম সিদ্ধান্ত নিতে বাধ্য করে তাদের। কেন সেই সিদ্ধান্ত নিতে হয়েছিল, সেই গল্প দেখানো হয়েছে সিনেমায়।
ইংরেজি সিরিজ 'পালস'
নেটফ্লিক্সে বৃহস্পতিবার থেকে চলছে ওয়েব সিরিজ 'পালস'। জো রবিন পরিচালিত এই সিরিজ মায়ামির সবচেয়ে ব্যস্ত হাসপাতালের জীবন ও মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা রোগীদের নিয়ে চিকিৎসকদের প্রতিদিনের লড়াইয়ের গল্প দেখিয়েছে।
এই গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন চিকিৎসক ড্যানিয়েল সিমস। যিনি একদল তরুণ আবাসিক চিকিৎসককে নিয়ে সামাল দেন জরুরি পরিস্থিতি।
ড্যানিয়েল সিমসের অভিনয় করেছেন উইলা ফিটজেরাল্ড। তার সহযোদ্ধা হিসেবে অন্যতম আরেকটি চরিত্রে রয়েছেন কলিন উডেল।