Published : 15 May 2025, 10:47 PM
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের রমনা মা আনন্দময়ী আশ্রম প্রাঙ্গণে শুরু হয়েছে তিন দিনব্যাপী 'ঐতিহ্যবাহী লালনসংগীত সম্মিলনী'।
বৃহস্পতিবার বিকালে সাধকশিল্পী সুনীল কর্মকার এ সম্মিলনী উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদিন সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন বাউল শফি মণ্ডল, আরজু শাহ, রাখি শবনমসহ দেশের নানা অঞ্চল থেকে আসা শিল্পীরা।
বাংলার ভাব-আন্দোলনের প্রাণপুরুষ ফকির লালন শাহের ২৫১তম জন্মজয়ন্তী জাতীয়ভাবে উদযাপন উপলক্ষে লালন বিশ্বসংঘ এ সম্মিলনী আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খবির উদ্দিন খান। স্বাগত বক্তব্য দেন লালন বিশ্বসংঘের নির্বাহী পরিচালক আবদেল মাননান। শুভেচ্ছা বক্তব্য দেন সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় মঞ্চায়ন হবে ফকির লালন শাহের গোষ্ঠলীলা কীর্তন অবলম্বনে গীতিনৃত্যনাট্য 'গোষ্ঠে চলো হরি মুররি'।
বিকাল ৫টায় 'ফকির লালন শাহের মানুষতত্ত্ব' শীর্ষক আন্তর্জাতিক সেমিনার এবং সন্ধ্যায় হবে লালনসংগীত সম্মিলনী।
লালন বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী এবং একটি দ্বিভাষিক স্মরণিকাও প্রকাশিত হয়েছে।