Published : 05 Apr 2024, 01:09 PM
কৈশোরে সিনেমা জগতে পা রেখেই সাড়া জাগিয়েছিলেন বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুর; সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ সিনেমা দিয়ে তার জীবনের বাঁক ঘুরে যায়।
সাড়ে ছয় দশক আগে ভারতীয় উপমহাদেশে সিনেমার জগৎ এখনকার দিনের মত ছিল না। এখনকার মত পারিশ্রমিকও ছিল না। সামাজিক নানা প্রতিবন্ধকতা পেরিয়ে সেই সময়ে সিনেমায় কাজ করাটাই ছিল কঠিন ব্যাপার।
জীবনের প্রথম সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি আনন্দবাজার অনলাইনের সঙ্গে কথা বলেছেন শর্মিলা ঠাকুর; প্রথম সিনেমা থেকে পাওয়া পারিশ্রমিক নিয়েও কথা বলেছেন তিনি।
শর্মিলা জানান, জীবনের প্রথম সিনেমায় কাজ করে পেয়েছিলেন পাঁচ হাজার রুপি। টাকা ছাড়াও সত্যজিৎ তাকে একটি শাড়ি এবং ঘড়ি উপহার দিয়েছিলেন।
তিনি বলেন, “অল্প বয়সে আমি রোজগার করতে শুরু করি। তখন এখনকার মত পারিশ্রমিক পাইনি ঠিক, তবে এ কথাও মানতে হবে যে, সেসময় দ্রব্যমূল্যও আজকের মত ছিল না।
“অন্য বাঙালি পরিবারের মতই সঙ্গে সঙ্গে আমি সোনার দোকানে হাজির হয়েছিলাম। তারপর ওই টাকায় হাতের বালা, নেকলেস আর কানের দুল কিনেছিলাম। ওই টাকাটা কম হলেও সে সময় জিনিসপত্রের দামও খুবই কম ছিল।”
১৯৫৯ সালে মুক্তি পায় ‘অপুর সংসার’। অপু চরিত্রে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, আর অপর্ণা চরিত্রে ১৩ বছর বয়সে প্রথমবার পর্দায় হাজির হন শর্মিলা ঠাকুর।
বাংলা সিনেমা দিয়ে অভিনয় শুরু হলেও পরে বলিউডে ক্যারিয়ার গড়েন শর্মিলা। তার অভিনীত প্রথম হিন্দি ছবি ছিল শক্তি সামন্ত পরিচালিত ‘কাশ্মীর কি কালি’। সেই সিনেমায় শর্মিলা পেয়েছিলেন ২৫ হাজার রুপি।
তিনি জানান, ক্যারিয়ারের শুরুতে হিন্দি ছবিতে অভিনয় করে তিনি ১০ থেকে ১৫ হাজার রুপি পারিশ্রমিক পেতেন। কিন্তু প্রথম হিন্দি ছবির জন্য পেয়েছিলেন ২৫ হাজার রুপি।
একবার পরিচালক তাকে পারিশ্রমিকের বদলে মুম্বাইয়ের বর্তমান ভিলে পার্লে অঞ্চলে জমি দিতে চেয়েছিলেন বলে জানান এই অভিনেত্রী। তখন পরিচালককে শর্মিলা বলেছিলেন, “আপনি কি পাগল! আমি এই জলা জমিতে থাকব?”
বলিউডে অভিনয়ের শুরুতে মুম্বাইয়ে শর্মিলার কোনো বাড়ি ছিল না। শুরুর কয়েকটি বছর তিনি থাকতেন তাজমহল হোটেলে।
আনন্দবাজারকে শর্মিলা বলেন, “কয়েক বছর পর আমি ৩ লাখ টাকা দিয়ে বাড়ি কিনি। কিন্তু সেই টাকা জোগাড় করতে আমাকে রীতিমত হিমশিম খেতে হয়েছিল। কারণ, তখন আমাদের বিপুল হারে কর দিতে হত বলে টাকা জমানো খুব কঠিন ছিল।”
চলতি বছরের ১৯ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন শর্মিলা ঠাকুর। সেখানে সাংবাদিকদের সঙ্গে আড্ডায় অভিনয়ের শুরুর দিকের স্মৃতি স্মরণ করেন।
সেসময় অপুর সংসার নিয়ে গ্লিটজকে শর্মিলা ঠাকুর বলেন, “আমার প্রথম ছবি তো মানিকদার সঙ্গে, মানে সত্যজিৎ রায়। অপুর সংসার সিনেমাটা যখন আমি করি, তখন স্কুলে পড়ি, আমার বয়স ১৩ বছর। মানিকদা আমাকে সিনেমায় নিলেন, সেই সিনেমায় আমার চরিত্রটা পপুলার হল। এজন্য আমাকে সিনেমায় খুব একটা স্ট্রাগল করতে হয়নি।
“আমি বা আমার ফ্যামিলি চাইনি সিনেমায় কাজ করতে। যদি মানিকদা আমাকে সিনেমায় না নিতেন, আমি হয়ত শান্তিনিকেতনে যেতাম, সেখানে পড়তাম। আমার জীবন আরেক রকম হত। কিন্তু সেটা হয়নি। আমার ভাগ্যে যেটা ছিল- মানিকদার সঙ্গে কাজ করা, ফিল্মে আসা। সেটাই হয়েছে।”
আরো পড়ুন-