Published : 16 Apr 2025, 12:59 PM
জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস তারকা জিনের গানের দ্বিতীয় অ্যালবাম আসছে।
‘ইকো’ নামের অ্যালবামটি আগামী মাসের ১৬ তারিখে প্রকাশ হবে বলে গায়কের এজেন্সি ‘বিগহিট মিউজিক’ জানিয়েছে।
দ্য কোরিয় টাইমস বলছে, জিন এই অ্যালবাম সাজিয়েছেন সাতটি গান দিয়ে। গেল নভেম্বরে আসে এই গায়কের প্রথম অ্যালবাম ‘হ্যাপি’; সেটি প্রকাশের ছয় মাসের মাথায় ভক্তদের জন্য এক গুচ্ছ নতুন গান নিয়ে আসতে চলেছেন বিটিএসের এই সদস্য।
‘ইকোতে’ জিন মূলত তার ব্যক্তিগত কিছু অনুভূতি তুলে ধরেছেন বলে জানিয়েছে বিগ হিট মিউজিক এজেন্সি।
সংস্থাটি মনে করছে, জিন তার ভক্তদের সঙ্গে আরো নিবিড় যোগাযোগ তৈরির ইচ্ছা পোষণ করেন, আর সেই ইচ্ছা পূরণ করতে পারে ‘ইকো’ অ্যালবামটি।
কিছুদিন আগে কে-পপ স্কয়ারে স্ক্রিনে দিনের শুরুতে একটি ভিডিও বার্তা প্রচার করে এই অ্যালবামের ঘোষণা দেওয়া হয়। যা কয়েকদিন সকাল ৬টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত প্রতি আধাঘণ্টা পরপর প্রচার হয়েছে।
জিনের ‘হ্যাপি’ অ্যালবামে ‘রানিং ওয়াইল্ড’, ‘আই উইল বি দেয়ার’সহ আরো কয়েকটি গান জনপ্রিয়তা পায়।
এর মধ্যে ‘আই উইল বি দেয়ার’। বিলবোর্ডের ‘ওয়ার্ল্ড ডিজিটাল সং সেলস’ তালিকায় জায়গা করে নিয়েছিল।
এর আগে ২০২২ সালে প্রকাশিত হয় জিনের প্রথম একক গান 'দ্য অ্যাস্ট্রোনট'। এছাড়াও বিটিএস অ্যালবামে 'অ্যাওয়েক', 'এপিফেনি' ও 'মুনের’ মত চার্ট-টপার থেকে শুরু করে 'টুনাইট', 'অ্যাবিস', ‘সুপার টুনা’ নামের জিনের কয়েকটি একক হিট গানও আছে।
গত জুনে দক্ষিণ কোরিয়ার নিয়মানুয়ায়ী বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ থেকে সেরে ঘরে ফিরেছেন জিন। এরপর তাকে প্যারিস অলিম্পিকে মশাল বইতেও দেখা যায়।
সম্প্রতি জিনের এন্টারটেইনমেন্ট শো ‘রান জিন’ প্রকাশ হয়েছে।
'আনন্দের সন্ধান' দিচ্ছেন বিটিএসের জিন
বিটিএস সদস্য জিনের আইকনিক ফ্যাশন