Published : 12 Aug 2024, 08:38 PM
সুইজারল্যান্ডে ৭৭তম লোকার্নো ফিল্ম ফেস্টিভালে বিশেষ মর্যাদাপূর্ণ ‘পারদো আল্লা ক্যারিয়েরা’ পুরস্কার পেয়েছেন বলিউডের তারকা অভিনেতা শাহরুখ খান।
দ্য হলিউড রিপোর্টার লিখেছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় পিয়াজা গ্র্যান্ডে আট হাজার মানুষের উপস্থিতিতে এ সম্মাননা তুলে দেওয়া হয় শাহরুখের হাতে।
পুরস্কার নিতে মঞ্চে ওঠার পর শাহরুখকে উদ্দেশে একটি কণ্ঠ বলে ওঠে, “আমি তোমাকে ভালোবাসি।”
উত্তরে উড়ন্ত চুমু ছুড়ে নায়ক বলেন, “আমিও তোমাদের ভালোবাসি’। শাহরুখের এই বার্তায় তখন কেবল করতালি আর উল্লাস দেখা যায় দর্শকদের মধ্যে।
পুরস্কার হাতে নিয়ে শাহরুখ বলেন, “এই পুরস্কারটি আমার জন্য খুব ভারী। তোমাদের সবাইকে ধন্যবাদ লোকার্নোর সুন্দর ও শৈল্পিক শহরে এতটা ভালোবাসা দিয়ে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।”
Shah Rukh Khan got a huge welcome in Locarno’s Piazza Grande where he received a lifetime award from the Locarno Film Festival… pic.twitter.com/BXafuPS1jg
— georgszalai (@georgszalai) August 10, 2024
এখানেও স্বভাবসুলভ রসিকতায় মেতে ওঠেন শাহরুখ।
তিনি বলেন, “ছোট একটা জায়গায় অনেক মানুষ জড়ো হয়েছে। সেই জন্যেই বোধহয় বেশ গরম লাগছে। মনে হচ্ছে ভারতে আছি।”
এরপর শাহরুখ দুই হাত প্রসারিত করে আলিঙ্গনে আবদ্ধ করার আইকনিক পোজ দিয়ে মাতিয়ে দেন এই আয়োজন।
এরপর শাহরুখ তার অভিনয় জীবন সম্পর্কে বলেন, “৩০ বছরের বেশি সময় ধরে কাজ করছি। কখনো নায়ক, কখনো ভিলেন হয়েছি, কখনো হেরেছি, কখনো জিতে চ্যাম্পিয়ন হয়েছি। কিন্তু সবসময় আমি প্রেমিকই থেকেছি।
“সাধারণত দেশের বাইরের অনুষ্ঠানে আমি তেমন যাই না। আমি জানি না মানুষের সঙ্গে কীভাবে সম্পর্ক গড়তে হয়। কথাও বলতে জানি না। শুধু জানি কীভাবে অভিনয় করতে হয়, তবে সেই জানাও অনেক বেশি নয়।”
এই উৎসবে সঞ্জয় লীলা বানসালির ‘দেবদাস’ সিনেমাটি দেখানো হয়। এই সিনেমাটিকে শাহরুখের ক্যারিয়ারের একটি ‘মাইলফলক’ ধরা হয়।
কোভিড মহামারীর প্রভাবে মন্দা দশার পর গেল বছর ‘পাঠান’, ‘জওয়ান’ দিয়ে হিন্দি সিনেমার বাজারে সুদিন ফিয়েছিলেন শাহরুখ। বছর শেষে এই নায়কের ‘ডানকি’ ব্যবসা সফল না হলেও শাহরুখের বিচারে এটি ছিল তার অন্যতম সেরা কাজ।
নায়কের ভাষ্য, এখন তিনি বয়স অনুযায়ী চরিত্র নির্বাচন করে কাজ করতে চান।
আগামীতে সুজয় ঘোষ পরিচালিত ‘কিং খান’ সিনেমা নিয়ে পর্দায় আসতে যাচ্ছেন শাহরুখ। সেখানে তার মেয়ে সুহানা খান এবং অভিষেক বচ্চনও অভিনয় করবেন।