Published : 03 Jun 2025, 03:30 PM
ভিন্নধর্মী স্বভাবের দুই জন মানুষ কীভাবে একে অন্যের প্রেমে পড়েন, সেই গল্প দেখাবে ঈদের নাটক ‘কিসমত’।
এই নাটকে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তানজিন তিশা।
সিএমভির ব্যানারে নির্মিত হয়েছে নাটকটি। চিত্রনাট্য ও নির্মাণ করেছেন মুহাম্মাদ মিফতাহ আনান।
বিজ্ঞপ্তিতে সিএমভি জানিয়েছে, বরাবরের মত এবারের ঈদেও সিএমভির ইউটিউব চ্যানেলে প্রচার হবে এক ডজন বিশেষ নাটক ও টেলিছবি। যা চাঁদরাত থেকে প্রচার শুরু হবে।
নাটকটি নিয়ে নির্মাতা আনান বলেন, "কিসমত ব্যাপারটা আসলেই অলৌকিক! মানব জনমের প্রায় সবটাই নিয়ন্ত্রণ করে এই কিসমত। এই গল্পের দুই চরিত্র দুই রকম। তাদের কিসমতে কী আছে সেই গল্পই দেখা যাবে নাটকে।"
নাটকের গল্পে দেখা যাবে, ফাহাদ নামের এক ব্যক্তি কথা কম বলেন, স্বভাবে তিনি নম্র-ভদ্র। যার জীবন তার বাসা-অফিস এবং লাইব্রেরিতে আবদ্ধ। এই চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান।
তার বিপরীতে দেখা যাবে সায়রা নামের এক তরুণীকে, যিনি বিশ্ববিদ্যালয় জীবন কাটিয়ে দেন হেলাফেলায়। কয়েকজনের সঙ্গে প্রেম করেও জীবন সঙ্গী হবার মত কাউকে খুঁজে পাচ্ছেন তিনি।
এরপর সায়রার সম্পর্ক হয় ফাহাদের সঙ্গে। দুই তরুণ-তরুণীর প্রেমের গল্পে এগিয়ে যাবে নাটক।
সায়রা চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা।