Published : 11 May 2025, 10:28 AM
অভিনেতা আরেফিন শুভর ঈদের সিনেমা ‘নীলচক্র: ব্লু গ্যাংয়ের’ প্রথম গান প্রকাশ হয়েছে।
‘এই শহরের অন্ধকারে’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন জালালি শাফায়াত। মেলানকোলিক র্যাপ ঘরানার গানের কথাগুলোও লিখেছেন শাফায়াত আর সুর করেছেন সংগীতশিল্পী বালাম।
শহরের নৈরাজ্য, নাশকতা, বিশৃঙ্খলা ও অন্ধকারের ঘোরলাগা চক্রের কথা উঠে এসেছে গানে।
গানটি নিয়ে পরিচালক মিঠু খান বলেন, “বালামের ফিচারিংয়ে জালালি শাফায়াতের র্যাপ গান, দর্শকের প্রত্যাশা পূরণ হবে কিনা জানি না, তবে সিনেমার সাথে সংগতি রেখে গানের কথা ও ভিজ্যুয়াল ডিজাইন করা হয়েছে। আমার বিশ্বাস, সবার ভালো লাগবে।”
এই গানে এবং সিনেমায় সংগীতশিল্পী বালামকে যুক্ত করার চিন্তা কীভাবে মাথায় এল প্রশ্নে মিঠু বলেন, “‘নীলচক্র’ সিনেমায় একজন মিউজিশিয়ান দরকার ছিল, যিনি মিউজিকের সঙ্গে পারফর্মও করবেন। একটা লিস্ট করা হয়েছিল, মজার বিষয় সেই লিস্টে বালাম ভাইয়ের নাম ছিল না।
“হঠাৎ করেই তার কথা মাথায় এল। পরদিন টিমের সঙ্গে শেয়ার করলাম। যুক্তিতর্ক শেষে সবাই একমত হল। বালাম ভাইকে প্রস্তাব দিলাম, তিনি আমাদের সঙ্গে যুক্ত হতে রাজি হলেন।”
গানের পাশাপাশি সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বালাম।
অল্প বয়সীদের সোশাল মিডিয়া ব্যবহারের আসক্তি থেকে বিপদে জড়িয়ে পড়ার গল্প নিয়ে তৈরি হয়েছে ‘নীলচক্র: ব্লু গ্যাং’ সিনেমাটি।
সিনেমায় এক তদন্ত কর্মকর্তা হয়ে আসছেন শুভ; তার সঙ্গে জুটি বেঁধেছেন মন্দিরা চক্রবর্তী।
সিনেমার চিত্রনাট্য নিয়ে মিঠু গ্লিটজকে বলেন, "একটি বখে যাওয়া প্রজন্ম, যারা সোশাল মিডিয়ার আসক্তিতে ডুবে যায় এবং কীভাবে তারা বিপদের মুখে পড়ে, সেটা তাদের পরিবারের উপর কী ভয়াবহ প্রভাব ফেলে সেই গল্পই বলেছি ‘নীলচক্র’ সিনেমায়। পাশাপাশি এই পতনের পিছনে কাজ করা একটি অদৃশ্য চক্রের কথাও উঠে এসেছে। যার জন্য নাম দেওয়া হয়েছে ‘নীলচক্র: ব্লু গ্যাং’।"
সিনেমায় আরও অভিনয় করেছেন আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান, পারভীন পারু, আয়মান শিমলা, ডলার।
মিঠু খানের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন নাজিম উদ দৌলা।