Published : 29 May 2024, 08:38 PM
দুর্গাপূজার সময় কলকাতার জনপ্রিয় গোয়েন্দা সিরিজ ‘একেন বাবু’র দেখা নাও মিলতে পারে। এমনটাই আভাস দিয়েছেন এই সিরিজের পরিচালক।
‘দ্য একেন’ ও ‘দ্য একেন: রুদ্ধশ্বাস রাজস্থান’ সিনেমা দুটি মুক্তি পেয়েছিল বাংলা নববর্ষে। এছাড়া একেন বাবুর সিরিজও এসেছে বছরের বিভিন্ন সময়ে। কিন্তু পূজা ঘিরে অভিনেতা অনির্বাণ চক্রবর্তী কখনো 'একেন বাবু' হয়ে পর্দায় আসেননি।
ভারতীয় প্রযোজনা সংস্থা এসভিএফ চাইছিল সিনেমা মুক্তির জন্য শারদীয় দুর্গোৎসবকে বেছে নিতে।
গত মার্চে খবর আসে, এবারে দেশের বাইরে একেনের অভিযান দেখবে দর্শকরা। সিনেমার বেশিরভাগ দৃশ্যায়ন হবে রাশিয়ায়। 'একেন বাবু'র নতুন সিনেমার মহরত হবে শিগগিরই। এছাড়া মাস শেষে সিনেমা টিম নিয়ে রাশিয়া উড়াল দেবেন নির্মাতা জয়দীপ মুখোপাধ্যায়।
কিন্তু এখন আনন্দবাজারকে জয়দীপ বলেছেন, মহরত হয়নি, লোকেশন দেখে আসার কাজও বাকি আছে। তাই দুর্গাপূজায় 'একেন বাবু'র নতুন কাজ মুক্তি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
পরিচালক বলেন, "আমাদের রাশিয়ায় যাওয়ার কথা ছিল আরো আগেই। কিন্তু ওখানে যুদ্ধের জন্য আমাদের একটু সময় লাগছে। আমার হাতে একটি সিরিজ় আছে। সেটার শুটিং শেষ হয়ে গেলেই আমরা রেকির জন্য রাশিয়ায় যাব।”
তা হলে 'একেন বাবু'র নতুন সিনেমার শুটিং কবে থেকে শুরু হবে? জয়দীপ বললেন, " এখনও পর্যন্ত যা ঠিক করেছি, হয়ত অগাস্ট মাসে আমরা শুটিং শুরু করতে পারব। এর বেশি এখনই কিছু বলতে পারব না।”
কোন গল্প নিয়ে সিনেমা তৈরি হচ্ছে, তা নিয়েও এখন কোনো মন্তব্য করতে নারাজ এই নির্মাতা।
পুরনো খবর