Published : 11 May 2025, 07:17 PM
দেড় দশক আগে ২০১০ সালে ‘ব্যান্ড বাজা বারাত’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় রণবীর সিংয়ের। সিনেমাটি বক্স অফিসকে সন্তুষ্ট করতে না পারলেও রাণবীর নজর কেড়েছিলেন সিনেমা সমালোচকদের। রাণবীরের সেই সাফল্যের পেছনে রয়েছে অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির বড় একটি ভূমিকা। কারণ, সিনেমায় যাত্রা শুরুর আগে নওয়াজউদ্দিনের প্রশিক্ষণ নিয়েছিলেন রাণবীর।
এই তথ্য সামনে এনেছে সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’।
সাক্ষাৎকারে নওয়াজউদ্দিন জানিয়েছেন, অভিনেতার পাশাপাশি তিনি একজন প্রশিক্ষকও। অনেক অভিনেতার পাশাপাশি রাণবীরকেও অভিনয়ের জন্য প্রশিক্ষণ দিয়েছিলেন তিনি।
নওয়াজউদ্দিন বলেন, “হ্যাঁ, কিছুদিন আমি রাণবীরকে প্রশিক্ষণ দিই। তখন আমি নিয়মিত অভিনয় ওয়ার্কশপ করাতাম। কেউ যদি অভিনেতা হতে চাইত, আমি ছিলাম সেই সময়ের ভরসার মানুষ।”
তবে প্রশিক্ষণ দেওয়া মানেই সফলতার কৃতিত্ব পাওয়া নয় বলে ভাষ্য নওয়াজউদ্দিনের।
তার কথায়, “রাণবীর সিং একজন দারুণ অভিনেতা। অভিনয় শেখানো যায় না, এটা জাদু নয়। ওর নিজস্ব প্রতিভা ছিল। বিভিন্ন পদ্ধতি দেখানো যায় ঠিকই, কিন্তু পথটা নিজেকেই হাঁটতে হয়।”
‘ব্যান্ড বাজা বারাত’ সিনেমায় রাণবীরের অভিনয় করার কথা শুনে অনেকেই সন্দিহান ছিলেন তার যোগ্যতা নিয়ে। এমনকি পরিচালক করণ জোহরও প্রথমে ভেবেছিলেন, কে এই রাণবীর সিং?
চ্যাট শো ‘কফি উইথ করণে’ করণ নিজেই বলেছিলেন, তিনি রাণবীরের প্রথম পোস্টার দেখে মোটেই আগ্রহী হননি। কিন্তু সিনেমাটি দেখার পর তার ধারণা বদলে যায়।
করণ বলেন, “সিনেমাটি দেখে আমি বললাম, ওহ মাই গড, ও তো পুরোদস্তুর মুভি স্টার!”
বর্তমানে ‘ধুরন্ধর’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন রাণবীর। আদিত্য ধরের পরিচালনায় স্পাই থ্রিলার ঘরানার সিনেমায় একজন এজেন্টের ভূমিকায় অভিনয় করবেন তিনি।
এই সিনেমায় আরো অভিনয় করছেন সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপাল ও অক্ষয় খান্না।
সম্প্রতি ওটিটি প্লাটফর্ম জি-ফাইভে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম ‘কোস্টাও’। সেজল শাহ পরিচালিত এই সিনেমায় একজন কাস্টমস কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন নওয়াজউদ্দিন।