Published : 24 May 2025, 10:21 AM
ভয়, লজ্জা, আতঙ্ক ও এক অন্ধকার সময়ের গল্প নিয়ে এবারের ঈদে আসছে আরিফিন শুভর সিনেমা ‘নীলচক্র: ব্লু গ্যাং’।
প্রকাশ্যে এসেছে সিনেমাটির ট্রেইলার। ২ মিনিট ১৯ সেকেন্ডের ট্রেইলারে দেখা গেছে, একের পর এক ব্যক্তিগত ভিডিও ফাঁস হচ্ছে। তাতে আতঙ্ক ও আত্মহত্যা বেড়ে যাচ্ছে।
আর আরিফিন শুভ নেমেছেন এই ঘটনার পেছনে মূলহোতা কে খুঁজে বের করতে।
সিনেমাটি নিয়ে পরিচালক মিঠু খান বলেন, “আমরা গল্প বলেছি রহস্য আর অন্ধকারকে সঙ্গী করে। বাস্তব সমাজে ঘটে চলা এক নিষিদ্ধ অথচ অস্বীকারযোগ্য নয় এমন এক বিপজ্জনক বাস্তবতা উঠে এসেছে সিনেমায়। বাংলা সিনেমায় এর আগে এমন সাহসী ও সময়োপযোগী প্লট নিয়ে কাজ হয়েছে বলে আমার মনে পড়ে না।”
সিনেমার চিত্রনাট্য করেছেন মিঠু খান ও নাজিম উদ দৌলা।
সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা শুভ ফেইসবুকে ট্রেইলার শেয়ার করে লিখেছেন, “একটা ভিডিও বদলে দিচ্ছে জীবনের গতিপথ। 'নীলচক্র’ অন্ধকার, আতঙ্ক আর রহস্যের এই সময়ের গল্প! উপভোগ করুন এই ঈদে আপনার কাছের সিনেমা হলে।”
আরও অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, প্রিয়ন্তী ঊর্বী ও মাসুম রেজওয়ান।
চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ‘গোল্ডেন স্টেট ফিল্ম ফেস্টিভ্যালে’ নির্বাচিত হয়েছে ‘নীলচক্র: ব্লু সার্কেল’।
এর আগে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ‘আমেরিকান ফিল্ম মার্কেটে’ বিশ্ব প্রিমিয়ার হয়েছিল সিনেমাটির।
আরও পড়ুন:
'নীলচক্র': মন্দিরা-শুভরা আসছেন যেভাবে
শুভর 'নীলচক্র': সার্টিফিকেশন বোর্ড চাইছে 'এখনই মুক্তি দিতে'
ক্তরাষ্ট্রের উৎসবে শুভ-মন্দিরার 'নীলচক্র'
শুভর 'নীলচক্র প্রশংসিত' যুক্তরাষ্ট্রে
'টাইটেল টিজার' প্রকাশ করেই মুক্তির ঘোষণা আসবে 'নীলচক্র' সিনেমার
শুভর সঙ্গে সাত মাস কথা হয় গল্প নিয়ে: 'নীলচক্র' নিয়ে নির্মাতা