Published : 06 Jun 2025, 03:57 PM
অভিনেতা মোশাররফ করিমের 'বোহেমিয়ান ঘোড়া' চলে এসেছে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে।
এই সিরিজ দিয়ে প্রথমবারের মত অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় অভিনয় করলেন মোশাররফ করিম।
বিজ্ঞপ্তিতে হইচই জানিয়েছে, কমেডিধর্মী এই সিরিজের পর্ব সংখ্যা সাতটি, যার দৈর্ঘ্য প্রায় ১৭৮ মিনিট।
একজন ট্রাকচালক ও তার বিচিত্র জীবনের গল্পে নির্মিত হয়েছে ‘বোহেমিয়ান ঘোড়া’। সিরিজে মূল চরিত্র আব্বাসের ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম।
সিরিজের গল্পে দেখা যাবে, আব্বাস একজন অনাথ ট্রাকচালক। পেশাগত জীবনে দেশের নানা প্রান্তে ঘুরে বেড়ানোর সুবাদে আটটি শহরে আটটি আলাদা জীবন গড়ে তোলে সে। প্রতিটি শহরে রয়েছে একজন করে স্ত্রী, যাদের প্রত্যেকেই মনে করেন, তারাই আব্বাসের একমাত্র স্ত্রী।
এই আট নারীর ভূমিকায় অভিনয় করেছেন রুনা খান, তানজিকা আমিন, মৌসুমি হামিদ, সাদিয়া আয়মান, ফারহানা হামিদ, রোবিনা রেজা জুঁই, এবং নতুন দুই মুখ আসমা উল হুসনা বৃষ্টি ও সারাহ জেবিন অদিতি।
অমিতাভ রেজা বলেছেন, ‘বোহেমিয়ান ঘোড়া’তে শুধু একাধিক বিয়ের হাস্যরসাত্মক উপস্থাপন নয়, বরং প্রতিটি নারী চরিত্রের মধ্য দিয়ে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
আব্বাসের যাত্রাপথের মধ্য দিয়ে উত্তরাঞ্চলের প্রত্যন্ত গ্রাম থেকে দক্ষিণের শহরাঞ্চল পর্যন্ত দেশের নানা বাস্তবতা ও রঙিন সংস্কৃতির চিত্র উঠে এসেছে বলেও জানিয়েছেন অমিতাভ রেজা।
‘বোহেমিয়ান ঘোড়া’ সিরিজে রয়েছে 'আতা লতা’ ও ‘নেশা নেশা’ শিরোনামের দুইটি গান।
সিরিজটির গল্প লিখেছেন মো. আলম ভুঁইয়া, বিধান চন্দ্র দাস ও অমিতাভ রেজা চৌধুরী।
প্রযোজক হিসেবে ছিলেন মাহজাবিন রেজা চৌধুরী ও আসাদ্দুজ্জামান সকাল।
সিনেমাটোগ্রাফিতে ছিলেন কামরুল হাসান খসরু, সম্পাদনায় সবুজ শেখ। সাউন্ড ডিজাইন করেছেন দিব্য ও সম্রাট। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন জাহিদ নীরব। রঙ বিন্যাস করেছেন দেবজ্যোতি ঘোষ।
আরও পড়ুন:
আট জেলায় আট বউ, আসছে আব্বাসের জীবন নিয়ে 'বোহেমিয়ান ঘোড়া'