Published : 27 May 2025, 09:22 AM
হিন্দি সিনেমা ‘হেরা ফিরি ৩’ নিয়ে সপ্তাহখানেক ধরে যত আলোচনা-সমালোচনা হয়েছে, সে সবের অবসান হয়েছে। সমস্ত কথার ইতি টেনেছেন এই সিনেমার আগের দুই কিস্তির জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়াল।
এনডিটিভি লিখেছে, ‘হেরা ফেরি ৩’ সিনেমার জন্য অগ্রিম নেওয়া ১১ লাখ রুপি প্রযোজনা সংস্থাকে ফেরত দিয়েছেন পরেশ। পাশাপাশি পরেশ প্রযোজনা সংস্থাকে ক্ষতিপূরণ হিসেবেও কিছু অতিরিক্ত অর্থ দিয়েছেন, যাতে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন না হয়।
হিন্দি সিনেমার দুই চরিত্র রাজু এবং বাবুরাওয়ের কর্মকাণ্ড দেখে হাসেননি এমন দর্শক কম। যে দুই চরিত্র ‘হেরা ফেরি’ এবং ‘ফির হেরা ফিরি’ সিনেমার স্মরণীয় করে রেখেছেন। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘হেরা ফিরি ৩’ এর শুটিং চলছিল। এর মধ্যে বাবুরাও চরিত্রের অভিনেতা পরেশ রাওয়াল সিনেমা থেকে বেরিয়ে গেছেন বলে খবর আসে।
‘হেরা ফিরি ৩’ সিনেমা করতে গিয়ে তার সঙ্গে নির্মাতা টিমের ‘সৃজনশীল মতবিরোধ’ হচ্ছে কারণ দেখিয়ে এক্সে একটি পোস্ট দিয়ে সিনেমা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন পরেশ।
এ ঘটনায় পরেশের বিরুদ্ধে প্রায় ২৫ কোটি রুপির মানহানির মামলা করার প্রস্তুতি নিচ্ছিরেন সিনেমার রাজু চরিত্রাভিনেতা অক্ষয় কুমার।
এই অভিনেতার প্রযোজনা সংস্থা ‘কেপ অব গুড ফিল্মসের’ পক্ষ থেকে পরেশকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল বলে লিখেছে এনডিটিভি। অক্ষয় এই সিনেমার একজন প্রজোযকও।
অক্ষয়ের প্রযোজনা প্রতিষ্ঠানটির দাবি, চুক্তি অনুযায়ী ১১ লাখ রুপি অগ্রিম নিয়েও, শুটিং শেষ না করায় বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের।
তাই সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে অভিনেতা পরেশ রাওয়ালকে। যদি এই সময়ে শর্ত পূরণ না হয় তাহলে পরেশের বিরুদ্ধে আইনি ব্যবস্থায় যাবে প্রতিষ্ঠানটি।
এক বিবৃতিতে ‘ক্যাপ অব গুড ফিল্মস’ জানিয়েছে, পরেশ রাওয়াল ‘হেরা ফিরি ৩’ সিনেমায় চুক্তিভিত্তিকভাবে কাজ শুরু করেন এবং গত ৩০ জানুয়ারি নিজের এক্স অ্যাকাউন্টে সিনেমাটিতে যুক্ত হওয়ার ঘোষণা দেন।
এরপর ২৭ মার্চ একটি চুক্তিপত্রে সই করে পারিশ্রমিকের অংশ হিসেবে ১১ লাখ রুপিও নিয়েছেন বর্ষীয়ান এই অভিনেতা।
প্রতিষ্ঠানটির ভাষ্য, “গত ৩ এপ্রিল সিনেমার টিজার শুটিংয়ে তিন মিনিটেরও বেশি সময় ধরে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন পরেশ রাওয়াল। অক্ষয় কুমার ও সুনীল শেঠির সঙ্গে মিলেমিশে শুটিং করেছেন। কোথাও কোনো ‘ক্রিয়েটিভ’ আপত্তি নিয়ে কথা তখন তোলেননি তিনি।”
পরেশ রাওয়ালের সিনেমা থেকে সরে দাঁড়ানো 'পূর্বপরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত' মনে করছেন প্রযোজনা প্রতিষ্ঠান 'ক্যাপ অব গুড ফিল্মস'।
এখন পরেশের সিনেমা ছেড়ে দেওয়ার পেছনের কারণ তুলে ধরেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
বলা হয়েছে সিনেমার জন্য পরেশ রাওয়ালের পারিশ্রমিক ধরা হয়েছিল ১৫ কোটি রুপি। চুক্তি অনুযায়ী এর মধ্যে মাত্র ১১ লাখ রুপি অগ্রিম দেওয়া হয় এবং বাকি অর্থ টাকা প্রায় ১৪ কোটি ৮৯ লাখ রুপি দেওয়ার কথা ছিল সিনেমা মুক্তির এক মাস পর।
আর সিনেমা মুক্তির সম্ভাব্য সময় ধরে নেওয়া হয়েছে ২০২৬ সালের শেষ বা ২০২৭ সালের শুরুর দিকে ।
এত দীর্ঘ সময় ধরে পারিশ্রমিকের জন্য অপেক্ষা করতে রাজি হননি এই বর্ষীয়ান অভিনেতা।
২০০০ সালে মুক্তি পায় ‘হেরা ফেরি’ সিনেমা। সে সেময় রাজু, শ্যাম এবং বাবু তিন চরিত্র দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠে। তিন চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার, পরেশ রাওয়াল ও সুনীল শেঠি। আরও ছিলেন টাবু।
প্রথম সিনেমার সাফল্যের পরে ২০০৬ সালে ‘ফির হেরা ফেরি’ নামে সিকুয়েল আসে। এরপর থেকেই হাসতে হাসতে পেটে খিল ধরানো ত্রয়ী চরিত্র বাবু ভাইয়া, রাজু ও শ্যামকে নতুন করে পর্দায় আনার প্রয়াস চলছিল।
মহামারীর আগেও শোনা গিয়েছিল আসছেন তারা। এরপর গত দুই বছর ধরে কয়েকবার আলোচনায় আসে এই সিনেমার কথা। অবশেষে সিনেমার প্রোমো শুটের শুরুর খবর সোশাল মিডিয়ায় জানাজানি হলে উচ্ছ্বাস জানিয়েছিলেন অনেকেই।