Published : 13 Jun 2023, 01:36 PM
লাইট-ক্যামেরা-অ্যাকশন- অভিনয়ের এই চেনা চৌহদ্দিতে নেই বেশ কিছুদিন। এর মধ্যে ভক্তদের শঙ্কা আরও বাড়িয়ে দেয় অসুস্থতার খবর। অসুস্থ হয়েছিলেন ঠিকই, তবে বড় কিছু নয়; সর্দি-জ্বর।
অসুস্থতা নিয়ে এমনই জানিয়েছেন কলকাতার বর্ষীয়ান ডাকসাঁইটে অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়।
বয়স ৮২ তে পড়লেও এখনো দাপটে অভিনয় চালিয়ে যাচ্ছেন পরাণ। কিছুদিন আগেই শেষ করেছেন অয়ন চক্রবর্তীর ‘নিখোঁজ’ সিরিজের কাজ। হাতে রয়েছে অভিজিৎ সেনের ‘প্রধান’ ছবি।
আনন্দবাজার জানিয়েছে, অতিরিক্ত গরমে কিছুটা অসুস্থ হয়ে পড়ায় পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের আসন্ন সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন বলে শোনা গিয়েছিল।
তবে অসুস্থতার খবর যেভাবে রটেছে, তার সবই ভুয়া বলে জানিয়েছেন অভিনেতা নিজেই। এতে বেশ মনক্ষুন্নও হয়েছেন।
“আমার ততটা কিছু হয়নি…সাধারণ সর্দি-জ্বর। সেই কারণেই শুটিং থেকে বিরতি নিয়েছি। এছাড়া চিকিৎসক আমার গলাকে আরাম দেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই জন্যই এই সিদ্ধান্ত। তবে এর জন্য এত বাড়াবাড়িভাবে খবর ছড়ানোয় আমি বিরক্ত। প্রযোজনা সংস্থার তরফ থেকেই এমন খবর ছড়ালে সেটা দুঃখজনক,” বলেন পরাণ।
পরিচালক রাহুলের সঙ্গে এই প্রসঙ্গে কথা হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, “শরীরটা সবার আগে। শুটিংয়ে গিয়ে যদি সংলাপই ঠিকভাবে বলতে না পারি, সেটা তো ঠিক নয়। গলাটার সত্যি আরাম দরকার।”