Published : 27 May 2025, 09:35 PM
শরিফুল রাজ ও শবনম বুবলী জুটি বেঁধে গেল বছর ‘দেয়ালের দেশ’ নামের যে সিনেমা করেছিলেন, সেটির টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে।
কোরবানির ঈদে চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে সিনেমাটি।
বিজ্ঞপ্তিতে চ্যানেল আই জানিয়েছে, এবারের ঈদ উপলক্ষ্যে চ্যানেল আইয়ে সাতটি নতুন চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে। এরমধ্যে একটি হল ‘দেয়ালের দেশ’। সিনেমাটি দেখা যাবে ঈদের চতুর্থ দিন সকাল সোয়া ১০টায়।
মিশুক মনির পরিচালনায় এই সিনেমায় দেখা গেছে মর্গের ডোম ও প্রেমিকার লাশের অন্যরকম প্রেম কাহিনী। এতিম খানায় মানুষ হওয়া এক যুবক বৈশাখ। বাসে বাসে লিফলেট বিলি করা তরণী নহরের প্রেমে পড়ে সে। দুই জনের প্রেম জমে ওঠে পাবলিক বাসে, রাস্তাঘাটে, কখনো আবার নদীর ধারে। তবে বৈশাখের বেশ কিছু খারাপ স্বভাবও রয়েছে। সে নহরের কাছ থেকে টাকা নেয়, ক্রিকেট খেলায় বাজি ধরে।
বৈশাখকে ফেরানো যায় না। ডেলিভারি ম্যানের চাকরি নিয়ে এক কাজে ফেঁসে জেলে যেতে হয় তাকে। বদলে যায় তাদের জীবন। সব হারিয়ে বৈশাখ কাজ নেয় মর্গে। হঠাৎ একদিন একটা লাশ আসে মর্গে। বৈশাখের মনে হয় লাশটা তার চেনা। ভালো করে তাকিয়ে দেখে মৃতদেহটি তার প্রেমিকা নহরের।সেখান থেকে শুরু হয় সিনেমার মূল গল্প।
সিনেমায় বৈশাখ ও নহরের চরিত্রে অভিনয় করেছেন রাজ ও বুবলী। আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, সমাপ্তি মাসুক, জিনাত শানু স্বাগতাসহ অনেকে।
সিনেমাটি পরিচালনার পাশাপাশি কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন মিশুক মনি।
সরকারি অনুদানে নির্মিত এই সিনেমাটি দেশে মুক্তির পর গত বছর পাকিস্তান, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও ইউরোপের কয়েকটি দেশ ঘুরে এসেছে।