Published : 05 Jun 2025, 10:05 PM
চলতি বছরের শুরুতে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রিমিয়ার হওয়া চলচ্চিত্র ‘নীলপদ্ম’ আসছে ওটিটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে।
‘নীলপদ্ম’ দেখা যাবে ঈদের দিন শনিবার থেকে; এই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন রুনা খান।
ফেইসবুকে ‘নীলপদ্মর’ ট্রেইলার প্রকাশ করে আইস্ক্রিন লিখেছে, "'নীলপদ্ম একটি গল্প, একটি প্রশ্ন, একটি প্রতিবাদ!”
দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় ও অধিকারের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘নীলপদ্ম’।
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের প্রযোজনায় ‘নীলপদ্ম’ পরিচালনা করেছেন তৌফিক এলাহি।
সিনেমাটি নিয়ে রুনা খান গ্লিটজকে বলেন, "নীলার মধ্য দিয়েই নির্মাতা তার সিনেমার গল্পটি বলতে চেয়েছেন। যেখানে উঠে এসেছে যৌনকর্মীদের জীবনসংগ্রাম, তাদের আর্থসামাজিক অবস্থান। এমন একটি চরিত্রে কাজ করে আমারও ভীষণ ভালো লেগেছে। নতুনভাবে নিজেকে এক্সপ্লোর করতে পেরেছি।"
আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, রোকেয়া প্রাচী, সুজাত শিমুল, শাহেদ আলী, এ কে আজাদ সেতুসহ অনেকে।
নিউইয়র্কে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল ‘নীল পদ্মর’।