Published : 09 May 2025, 01:38 PM
ওয়েব সিরিজ ‘ফ্যাঁকড়া’ চলছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গে। একগুচ্ছ অভিনয়শিল্পী নিয়ে সিরিজটি নির্মাণ করেছেন আসিফ চৌধুরী।
সিরিজ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার পরিচালক আসিফ চৌধুরী বলেন, "আমাদের ফ্যাঁকড়া সিরিজ শুধু একটি থ্রিলার নয়, এটি এক যন্ত্রণাময় ও মানবিক গল্প, যেখানে আছে ভালোবাসা, আত্মত্যাগ, প্রতিশোধ ও অপরাধ জগতের গল্প।"
‘ফ্যাঁকড়ার’ চিত্রনাট্য লিখেছেন নেয়ামত উল্লাহ ও আহাম্মদ সাদ। এতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, নিশাত প্রিয়ম, নিদ্রা দে নেহা, পার্থ শেখ, মীর রাব্বি, আব্দুল্লাহ আল সেন্টু, কাজী আবরার, সারাহ আলম, এ কে আজাদ সেতু, হাসনাত রিপনসহ অনেকে।
এর শুটিং হয়েছিল গত বছরে সরকার পতনের পরপর। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৩ দিন শুটিং হয়েছিল সিরিজটির।
ওই অভিজ্ঞতা জানিয়ে অভিনেতা মীর রাব্বি বলেন, "৫ অগাস্টের পর সবকিছু যখন একটু অন্যরকম ছিল, তখন শুটিং হয়েছে 'ফ্যাঁকড়ার’। সিরিজে আমাদের চরিত্রগুলো এমন যে, পিস্তল হাতে ডাকাতি, ছিনতাই করতে হবে। একটা মাইক্রোবাসে করে ঘুরছি, রাতের বেলা দৃশ্য ধারণ করছি। কলাকুশলী মিলিয়ে বিশাল বহর; গ্রামবাসী ভয় পেয়ে গিয়েছিল। সে সময় অনেক ধরনের অভিজ্ঞতার মধ্যে পড়েছি।"
শ্যামল মাওলা বলেন, “আসিফ (আসিফ চৌধুরী) ভাইয়ের সঙ্গে এর আগে আমার ছোট্ট একটি কাজ হয়েছিল। তখনই ডিরেক্টর হিসেবে তাকে ভালো লাগে। তারপর ভালো বন্ধুত্ব এরপর সহযোদ্ধা।
“জুলাই বিপ্লবের পর চারদিকে যখন অস্থিরতা শুরু তখন আমরা শুটিং করছিলাম। চারদিকে যখন বন্যা তখনও শুটিং করেছি। দেশের জন্য যখন ডাকাত পাহারা দিতে হয়েছে তখন শুট করে ডাকাত পাহারা দিয়ে আবার শুটিংয়ে গেছি। এরকম পরিস্থিতি ছিল।"
বঙ্গতে আসছে সাত পর্বের 'ফ্যাঁকড়া'
সিরিজের গল্পে দেখা যাবে, একদল যুবক তাদের প্রিয়জনকে বাঁচাতে একটি ডাকাতির পরকিল্পনা করে, কিন্তু সেই পরকিল্পনা শেষ হয় এক অপ্রত্যাশিত মৃত্যুর মধ্য দিয়ে। নিহত নারীর স্বামী নামে অপরাধীদের খুঁজে বের করার এক অভিযানে।
অন্যদিকে, অপরাধীরা ছুটতে থাকে তাদের এক সদস্যকে বাঁচানোর চেষ্টায়। প্রতিটি পদক্ষেপে জড়িয়ে পড়ে আরও বিপদে, বিভ্রান্তি আর দুর্বলতায়।
বৃহস্পতিবার থেকে বঙ্গতে দেখা যাচ্ছে সিরিজটি।