Published : 11 May 2025, 11:41 PM
জাহাঙ্গীরনগর থিয়েটার আয়োজন করতে যাচ্ছে নাট্য উৎসব।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে মঙ্গলবার এই উৎসবের সূচনা হবে, যা চলবে শুক্রবার পর্যন্ত।
‘শিল্পানলে নির্মল হোক অশান্ত বসুধা’ প্রতিপাদ্য নিয়ে উৎসবের প্রথম দিন সকাল ১০টায় থাকছে শোভাযাত্রা। এদিন সন্ধ্যায় ঢাকার নাট্যদল ‘বাতিঘর’ মঞ্চায়ন করবে নাটক ‘প্যারাবোলা’।
উৎসবের উদ্বোধনী আয়োজনে ‘জাহাঙ্গীরনগর থিয়েটার নাট্যব্যক্তিত্ব পদক’ দেওয়া হবে।
গুণি অভিনেতা আবুল হায়াত এবার এই পদক পাচ্ছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন জাহাঙ্গীরনগর থিয়েটারের সম্মানীত কার্যকরী সদস্য ফাতেমা নাজনীন শায়লা।
দ্বিতীয় দিন বুধবার সন্ধ্যায় মঞ্চায়ন হবে জাহাঙ্গীরনগর থিয়েটারের নাটক ‘ইনফরমার’।
বৃহস্পতিবার থাকবে ‘মধ্যরাতের কবিতা ও গান’ শিরোনামে বিশেষ আয়োজন। এতে জাহাঙ্গীরনগর থিয়েটারের নাট্যকর্মীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরাও অংশ নেবেন।
শুক্রবার উৎসবের সমাপনী দিনে থাকবে জাহাঙ্গীরনগর থিয়েটারের পুনর্মিলনী।