Published : 31 May 2025, 10:07 AM
আট বছর পর ‘চুপকথা’ নাটক দিয়ে নির্মাণে ফিরলেন পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল।
ঈদের সময়ে সিএমভির ইউটিউব চ্যানেলে প্রচার হবে নাটকটি। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও নাজনীন নিহা।
নাটক বানিয়েই পরিচিত হয়েছিলেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। প্রশংসিত হয়েছে তার ‘যে জীবন ফড়িং এর’, ‘ছায়াফেরী’, ‘রোদ মেখো সূর্যমুখী’, ‘ধুলোর মানুষ মানুষের ঘ্রাণ’, ‘অক্ষয় কোম্পানির জুতো’ নাটকগুলো।
মাঝে সিনেমা বানানো নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় নাটক থেকে দূরে ছিলেন তিনি। এ ছাড়া নিজের ব্যান্ড ‘ওমকার’ নিয়েও তার ব্যস্ততা গেছে।
সবশেষ ২০১৭ সালে শেষবার নাটক পরিচালনা করেছিলেন উজ্জ্বল।
নাটকে ফেরার কারণ জানিয়ে উজ্জ্বল বলেন, "নাটকের দর্শককে মিস করছিলাম। আমি মনে করি, এখনো নাটকে বড় অডিয়েন্স রয়েছে। সিনেমা বানাতে অনেক সময় চলে যায়, সে সময়টাতে নাটকের দর্শকদের জন্যও কিছু করা দরকার।"
‘চুপকথা’ নাটকের মূল গল্প লিখেছেন মহসীন মেহেদী। তবে চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন উজ্জ্বল।
বিজ্ঞপ্তিতে উজ্জ্বল জানিয়েছেন, নাটকে সমাজের উচ্চবিত্ত শ্রেণির এক ভিন্নধর্মী প্রেমের গল্প উঠে এসেছে।
উজ্জ্বল বলেন,"গল্পটা প্রেমের, তবে এর ভেতরে সমাজের নানা প্রসঙ্গ এসেছে। আমি সবসময় কাজের মধ্যে সামাজিক দায়বদ্ধতার বিষয়টা মাথায় রাখি, এবারও রাখার চেষ্টা করেছি।"
এবারই প্রথম অন্য কারও গল্প নিয়ে কাজ করেছেন এই নির্মাতা।
এদিকে মাসুদ হাসান উজ্জ্বলের প্রথম সরকারি অনুদানের চলচ্চিত্র ‘বনলতা সেন’ মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমাটির কাজ শেষ হয়েছে অনেক আগেই।