Published : 03 Apr 2025, 01:57 PM
আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌ জুটিকে নিয়ে নির্মাতা চয়নিকা চৌধুরী ‘কোনো একদিন’ নামের যে নাটকটি নির্মাণ করেছেন, সেটি প্রচার হতে চলেছে।
বৃহস্পতিবার রাত ৯টা ৫৫ মিনিটে বৈশাখী টেলিভিশনে দেখা যাবে নাটকটি।
‘কোনো একদিন’ নাটকে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে আফজাল ও মৌকে। প্রায় তিন বছর পর একসঙ্গে দেখা যাবে তাদের।
নাটকের গল্পে দেখা যাবে আফজাল হোসেনের ক্যানসার ধরা পড়ে। বোনম্যারো প্রতিস্থাপন করতে হবে তার। কারও সঙ্গে মিলছিল না বোনম্যারো। এমন অবস্থায় তার অফিসে চাকরির পরীক্ষা দিতে হাজির হয় এক যুবক। তার বোনম্যারোর সঙ্গে মিলে যায়। এরপর নানা ঘটনা ঘটতে থাকে। এভাবেই এগিয়ে যাবে নাটক।
চয়নিকা চৌধুরী গ্লিটজকে বলেন, "প্রায় এক বছর ধরে আফজাল ভাই ও মৌকে নিয়ে নাটক বানানোর ইচ্ছে ছিল। পাঁচ মাস ধরে চলেছে গল্প লেখা। তারা এত সুন্দর করে কাজ করেন, মুগ্ধ হয়ে যাওয়ার মত। নাটকটি দর্শক পছন্দ করবে।”
নাটকে আরও অভিনয় করেছেন সৌম্য জ্যোতি, তন্নী মাহমিদ তৃণা, আজম খানসহ অনেকে।
রঙ্গন মিউজিকের ব্যানারে ‘কোনো একদিন’ নাটকটি রচনা করেছেন ফারিয়া হোসেন। বৈশাখী টেলিভিশনের পর নাটকটি দেখা যাবে রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে।
চয়নিকা চৌধুরী জানান, একই দিনে তার নির্মাণে প্রচার হবে আরও দুইটি নাটক– 'ভালো থেকো মেঘ' ও 'কাজল ভোমর'।
'ভালো থেকো মেঘ' নাটকে অভিনয় করেছেন তানজিন তিশা, আব্দুন নূর সজল, ডলি জহুর, প্রান্তর দস্তিদার, ওয়াজিহা হক, আজম খান।
নির্মাতা চয়নিকা বলেন, “এই নাটকের গল্পটা অনেক সুন্দর। নাটকের অভিনয়শিল্পী তানজিন তিশা, সজল, ডলি জহুর, প্রান্তর সবাইকে নিয়ে দারুণ গল্পের চমৎকার একটি কাজ হয়েছে।”
আসিফ ইকবাল ইকবালের গল্পে চিত্রনাট্য তৈরি করেছেন ইফফাত আরেফিন মাহমুদ।
আফজাল ভাই ও মৌকে ডিরেকশন দেওয়ার প্রয়োজনই হয় না: চয়নিকা
নাটকটি প্রযোজনা করেছে ‘গাংচিল মিউজিক’। মঙ্গলবার ‘গাংচিল মিউজিকের’ ইউটিউব চ্যানেলে প্রচার হবে নাটকটি।
'কাজল ভোমরা' নাটকটি দেখা যাবে এনটিভিতে দুপুর ২টা ২০ মিনিটে।
চয়নিকা বলেন, "অনেক দিন পর ঈদের নাটক লিখলাম। এখানে একটা সুখী দম্পতির গল্প তুলে ধরা হয়েছে।"
নাটকটিতে অভিনয় করেছেন সামিরা খান মাহি, জুনায়েদ বোগদাদি, মিলিবাশার, আজম খানসহ অনেকে।