Published : 12 Dec 2023, 08:09 PM
ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হতে চলেছে যশরাজ স্পাই ইউনিভার্সের ‘ওয়ার ২’ সিনেমার শুটিং। এ সিনেমায় হৃতিক রোশনের সঙ্গে দ্বৈরথে থাকবেন তেলুগু অভিনেতা এনটিআর জুনিয়র।
হিন্দুস্তান টাইমস লিখেছে, ফেব্রুয়ারিতে অয়ন মুখার্জির পরিচালনায় সুপারহিট সিনেমা ‘ওয়ার’ এর এই সিকুয়েলের শুটিং শুরু করবেন হৃতিক রোশন; তাতে জুনিয়র এনটিআর যোগ দেবেন এপ্রিল বা মার্চ মাস থেকে।
বর্তমানে জাহ্নবী কাপুরের সঙ্গে দেবারা সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন জুনিয়র এনটিআর। জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে এ সিনেমার শুটিং শেষ হয়ে যাবে। তারপরই তিনি নতুন সিনেমার কাজে হাত দেবেন।
যশরাজ স্পাই ইউনিভার্সের ষষ্ঠ সিনেমা হবে ‘ওয়ার ২’। এ সিনেমায় কবীর চরিত্রটি করছেন হৃতিক। জুনিয়র এনটিআরকে দেখা যাবে খল চরিত্রে ।
মাস দুয়েক আগেই শোনা গিয়েছিল, অয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার ২’-তে ক্যামিও চরিত্রে ধরা দেবেন শাহরুখ খান ও সালমান খান। ইতোমধ্যে ‘ওয়ার-২’ এর মহরত হয়ে গেছে।
২০১৯ সালে মুক্তি পেয়েছিল ‘ওয়ার’ সিনেমাটি। হৃতিক রোশন ও টাইগার শ্রফ অভিনীত সেই সিনেমা বক্স অফিসে ৩০০ কোটি রুপির উপর ব্যবসা করেছিল।