ইমরান-তৃষার ‘ভালোবাসি বলে যাও’ দেখেছে এক মিলিয়ন দর্শক
সংগীত শিল্পী ইমরান মাহমুদুলের ‘ভালোবাসি বলে যাও’ গানটি দারুণ সাড়া ফেলেছে। গানটি মুক্তির ছয় দিনের মধ্যে কেবল ইউটিউবেই দেখা হয়েছে দশ লাখ বার। গানের মিউজিক ভিডিওর দৃশ্যায়নে নদী-পাহাড়-বনভূমিও যেন একেকটি চরিত্র হয়ে ধরা দিয়েছে। দ্বৈতগানে ইমরানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মারুফা তৃষা। আসিফ ইকবালের লেখা গানটির সুর সংগীত ইমরান নিজেই করেছেন।