Published : 23 Jun 2023, 01:00 PM
চার দশক আগে ‘মাসুম’ সিনেমায় যে ছোট্ট ছেলেটি তার অভিনয় দিয়ে ছুঁয়েছিল দর্শকমন, সেই যুগল হংসরাজ নতুন কাজ নিয়ে আসছেন পর্দায়।
১৯৮৩ সালে মুক্তি পাওয়া ‘মাসুম’ এর ১১ বছরের রাহুল মালহোত্রা এখন ৫১ বছরের প্রৌঢ়। ‘মাসুম’ এর পরেও আশি, নব্বইয়ের দর্শক এবং এর পরবর্তী সময়ে সিনেমা করেছেন হংসরাজ। কিন্তু ক্যারিয়ারে ‘মাসুম’ এর মত উল্লেখযোগ্য কোনো চরিত্র তিনি করেনি।
হংসরাজ শেষ কাজটি করেন ২০১৬ সালে। সাত বছর বাদে ফের নতুন সিনেমার খবর দিয়েছেন অভিনেতা নিজেই।
আনন্দবাজার জানিয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেতা বলেছেন, তাকে দেখা যাবে ‘এনআরআই ওয়াইভস’ নামের একটি সিনেমায়।
“আমি খানিকটা হতাশ এবং বিমর্ষ হয়ে পড়েছিলাম। এত দিন একটি প্রযোজনা সংস্থার কাজ করেছি। আবার ক্যামেরার সামনে ফিরছি।“
হংসরাজ চলচ্চিত্র ছাড়াও কয়েকটি টেলিভিশন সিরিয়ালে অভিনয় করেছেন। চিত্রনাট্য লেখার পাশাপাশি করেছেন পরিচালনাও। মন দিয়েছিলেন ব্যবসাতেও।
২০০৮ সালে তার তৈরি অ্যানিমেটেড সিনেমা ‘রোডসাইড রোমিও’ জাতীয় পুরস্কার জিতে নেয়। এছাড়া ২০১০ সালে ‘পেয়ার ইম্পসিবল’ সিনেমাটিও পরিচালনা করেন হংসরাজ।
এদিকে কিছুদিন আগে খবর এসেছে, পরিচালক শেখর কাপুর তার ‘মাসুম’ সিনেমার সিক্যুয়েল আনছেন।
১৯৮৩ সালে মুক্তি পাওয়া ওই সিনেমায় নাসিরউদ্দিন শাহর সঙ্গে অভিনয় করেন শাবানা আজমী। আর চিত্রনাট্য লিখেছিলেন গুলজার।