Published : 08 Nov 2023, 08:48 PM
সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুল ও বাঁধন সরকার পূজার নতুন গানে মডেল হয়েছে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।
পাঁচ বছর পর নতুন গান প্রকাশ্যে আনলেন ইমরান ও পূজা। সেই গানের মিউজিক ভিডিওতেই দেখা গেল দীঘিকে।
‘চোখে চোখে’ নামের এই গানটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে মঙ্গলবার সন্ধ্যায়, সিএমভি’র ইউটিউব চ্যানেলে। রোমান্টিক ঘরানার এই গানের ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক।
গানটি লিখেছেন ভারতের পীযূষ দাস, তাতে সুর-সংগীতায়োজন করেছেন ইমরান নিজে। ভিডিওতে ইমরান, পূজা ও দীঘি ছাড়াও অভিনয় করেছেন জিলানী।
ইমরান বলেন, “এবারই প্রথম আমি ও পূজা সহশিল্পী হিসেবে দীঘিকে পেয়েছি। ফলে এটি অন্যরকম একটি আমেজ এনেছে। গানটি প্রকাশ করে আমি খুব হ্যাপি।”
দীঘি বলেন, “ইমরান ভাইয়ের সাথে প্রথম কাজের অভিজ্ঞতা বেশ ভালো। গানের ভিডিওচিত্র কেমন হয়েছে, তার মন্তব্য তো জানবো দর্শক-শ্রোতাদের কাছে। তবে আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।