Published : 02 Nov 2023, 08:32 PM
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী 'গণজাগরণের যাত্রাপালা উৎসব'।
৪২টি জেলায় ২ থেকে ২০ নভেম্বর এই উৎসবে যাত্রা পরিবেশন করবে ১২০টি যাত্রাদল।
বৃহস্পতিবার সন্ধ্যায় একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য দেন একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বক্তব্য দেন ড. আমিনুর রহমান সুলতান। সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, "গ্রামে নতুন ধান ওঠার পরই এই যাত্রা আয়োজনের ধুম পড়তে। তবে গ্রামেগঞ্জে এখন যাত্রায় কিছুটা অশ্লীলতা চলে আসে, অস্বীকার করার উপায় নেই। এখন টাকা দিয়ে কেউ যাত্রা দেখতে চায় না।"
আগামি বছর প্রত্যেক জেলায় এবং ৪৯২টি উপজেলায় যাত্রা উৎসবের আয়োজন করা হবে বলেও জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী।
সভাপতির বক্তব্যে লিয়াকত আলী লাকী বলেন, "আপনারা সন্তানদের নিয়ে আসেন, লোক সংস্কৃতির এই আদি ধারা দেখে তারা বড় হয়ে অন্তত বলতে পারবে যে আমার বাবার সাথে যাত্রাপালা দেখেছি।"
আগামী ৭ নভেম্বর ১৫টি যাত্রাদলের অংশগ্রহণে যাত্রাপালা পরিবেশিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে।
৬-২০ নভেম্বর দেশের ৪২টি জেলায় বিভিন্ন দলের পরিবেশনায় জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় চলবে এই যাত্রাপালা উৎসব। যাত্রাপালা সবার জন্য উন্মুক্ত থাকবে।
বৃহস্পতিবার উৎসবের উদ্বোধনী দিন প্রথমেই লোকনাট্য গোষ্ঠীর পরিবেশনায় যাত্রাপালা ‘স্মার্ট বাংলাদেশ’ পরিবেশিত হয়।
এরপর জ্যোতি অপেরা পরিবেশন করে ‘জননীর স্বপ্নপূরণ’ এবং বাংলার বাণী অপেরা পরিবেশন করে ‘জাগো মানুষ জাগাও দেশ’।